• অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    'ছোটদের ক্রিকেটে ভারত মানসিক বাধা নয়'

    'ছোটদের ক্রিকেটে ভারত মানসিক বাধা নয়'    

    আসর একই, দুই দেশও একই। শুধু বদলে যাচ্ছে খেলোয়াড়েরা, বড়দের জায়গা নিচ্ছে ছোটরা। আর বদলে যাচ্ছে মঞ্চ, ফাইনালের বদলে এবার সেমিফাইনাল। কাল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। তবে তার আগে বাংলাদেশ দলের অধিনায়ক তৌহিদ হৃদয় দাবি করলেন, ভারতের সঙ্গে ম্যাচের আগে কোনো ‘মানসিক বাধা’ নেই তাদের।

    প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু। এরপর পাকিস্তান ও হংকংকে হারিয়ে সেমির টিকিট কেটেছে বাংলাদেশের তরুণরা। অন্যদিকে আফগানিস্তান, আমিরাত ও নেপালকে হারিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রেখেছে সেমিতে। এখন পর্যন্ত অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দুই দলের দেখা হয়েছে ১৬ বার। এর মধ্যে ১৪ বারই জিতেছে ভারত। আর বাংলাদেশ জিতেছে দুইবার। তবে তৌহিদ বলছেন, বয়সভিত্তিক পর্যায়ে এসব ব্যবধান অতটা থাকে না, ‘আসলে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খুব বেশি পার্থক্য থাকেনা। আমি এর আগেও ভারতের সাথে খেলেছি। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এইসব অনূর্ধ্ব-১৯ ম্যাচ প্রায় দল গুলোই সমান। আমরা এর আগের এশিয়া কাপে ভারতকে হারিয়েছিলাম। এটা আসলে খুব কঠিন কিছু না। আমরা আমাদের সেরাটা দিতে পারলে যে কোন দলকেই হারানো সম্ভব। ’ গত বছর এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, তৌহিদ হৃদয় সেই ম্যাচে খেলেছিলেন ম্যাচ জেতানো ৪৮ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে ম্যাচ তাঁর জন্য বাড়তি প্রেরণা।

    কিন্তু ইতিহাস আর পরিপ্রেক্ষিত প্রশ্ন তুলে দিচ্ছে, বাংলাদেশের যুবাদের সামনে কি ভারত মানসিক বাধা? তৌহিদ তা মনে করেন না, ‘’

    মেন্টাল ব্লক আমাদের ভেতর কাজ করেনা। আমরা হয়তো মাঠে ছোটোখাটো ভুল করে থাকি, এই জন্য আমরা বেশিরভাগ ম্যাচ হেরে থাকি। প্রতি ম্যাচেই আমরা ছোট ছোট ভুল করে থাকি। আমরা ভাল খেলি, কিন্তু সেই ছোট ভুলের কারণেই ম্যাচ জয় করতে পারি না। আমাদের সেই রকম কোন চাপ নেই। আমাদের প্রতিটা প্লেয়ার এখন ভাল অবস্থানে আছে, ছন্দে আছে। আমরা নিজেদের দিক নিয়েই ভাবছি। আশেপাশে কি হচ্ছে, প্রতিপক্ষ কে সেইসব নিয়ে চিন্তার কিছু নেই।’

    সেই ভাবনা ভাবতে পারলে ভালো কিছুই হতে পারে বাংলাদেশের জন্য।