• মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাছাইপর্ব
  • " />

     

    কক্সবাজারে সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা

    কক্সবাজারে সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা    

    আগের ম্যাচেই ৩০ রানে অলআউট হয়ে রেকর্ড গড়েছিল বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি হলো বটে, কিন্তু পরাজয় আটকানো গেল না। ৮১ রান করে পাকিস্তানের কাছে ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হলো ৭ উইকেটে। সেই সঙ্গে ২-০ ব্যবধানে কক্সবাজারে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে পাকিস্তান।

    ব্যাটিংয়ে নেমে ২০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন শামীমা সুলতানা ও আয়েশা রহমান। এরপর নিয়মিতই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। সর্বোচ্চ ১৯ রান করেছেন নিগার সুলতানা। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু শামীমা সুলতানা (১০) ও রুমানা আহমেদ (১২)। পুরো ইনিংসে বাংলাদেশ চার মেরেছে তিনটি, একটি ছয় মেরেছেন রুমানা। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ৮১ রানের বেশি হয়নি। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন নাশরা সান্ধু ও নিদা দার।

    এই রান তাড়া করে ৩২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান, সেটি নিয়েছেন রুমানা। নাহিদা খানের ৩৩ ও জাভেরিয়া খানের অপরাজিত ৩১ রানের ইনিংসে নিশ্চিত হয়েছে জয়। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

    দুই দল একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলবে ৮ অক্টোবর, কক্সবাজারেই।