• মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাছাইপর্ব
  • " />

     

    ফাহিমার হ্যাটট্রিকে নিজেদের রেকর্ডই ভাঙল বাংলাদেশ

    ফাহিমার হ্যাটট্রিকে নিজেদের রেকর্ডই ভাঙল বাংলাদেশ    

    প্রথম বাংলাদেশী ও সব মিলিয়ে ৮ম বোলার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন ফাহিমা খাতুন। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের আটরেখটে সংযুক্ত আরব আমিরাতকে ৩৯ রানে অল-আউট করে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। মেয়েদের টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বনিম্ন স্কোর। এর আগের ম্যাচেই নেদারল্যান্ডসকে ৪২ রানে অল-আউট করে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ, আজ নিজেদের সেই রেকর্ডই ভাঙলো তারা। 

    পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডসের পর গ্রুপ-পর্বে তৃতীয় ম্যাচও জিতল বাংলাদেশ। 


    মেয়েদের টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক 
    আসমাভিয়া ইকবাল পাকিস্তান-ইংল্যান্ড লফবরো ২০১২
    এক্তা বিশত ভারত-শ্রীলঙ্কা কলম্বো ২০১২
    মারিয়ান কাপ দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ পচেফস্ট্রুম ২০১৩
    নাটালি সাইভার ইংল্যান্ড-নিউজিল্যান্ড ব্রিজটাউন ২০১৩
    সানা মির পাকিস্তান-শ্রীলঙ্কা শারজা ২০১৫
    অ্যানা পিটারসন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া জিলং ২০১৭
    মেগান শাট অস্ট্রেলিয়া ভারত-মুম্বাই (ব্রাবোর্ন) ২০১৮
    ফাহিমা খাতুন বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত আটরেখট ২০১৮ 


    নিজের তৃতীয় ও ইনিংসের ১২তম ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফাহিমা। চতুর্থ বলে উদেনি ডোনা ডিপ-স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন রুমানা আহমেদকে। পরের বলে ইনিংসের সর্বোচ্চ স্কোরার ও একমাত্র দুই অঙ্কের স্কোড় গড়া এশা রোহিত রোজা লং-অনে ধরা পড়েছেন নাহিদা আক্তারের হাতে। হ্যাটট্রিক বলে কাভিশা এগোদাগ পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে। 


    মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর 
    মালয়েশিয়া ২৭ বিপক্ষ ভারত ২০১৮
    মালয়েশিয়া ৩০ বিপক্ষ পাকিস্তান ২০১৮
    মালয়েশিয়া ৩৬ বিপক্ষ থাইল্যান্ড ২০১৮
    সংযুক্ত আরব আমিরাত ৩৯ বিপক্ষ বাংলাদেশ ২০১৮
    নেদারল্যান্ডস ৪২ বিপক্ষ বাংলাদেশ ২০১৮


    শেষ ওভারে এসে আর ২ রান দিয়েছেন ফাহিমা, বোলিং শেষ করেছেন ৪-০-৮-৪ এর ফিগার নিয়ে। হ্যাটট্রিক ওভারের আগেই পেয়েছিলেন আরেকটি উইকেট। চামারি সেরেনিভিত্না রান-আউট হওয়ার পর নিশা আলিকে ক্যাচ বানিয়েছিলেন ফাহিমাই। 

     

     

    ২৮ রানে ২ উইকেট হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এরপর ৩৩ রানে দাঁড়িয়েই তারা হারিয়েছে ৬ উইকেট। ৩৯তম ওভারে শুভা শ্রীনিবাসন ও জুদিত ক্লিটাসকে পরপর দুই বলে আউট করেছেন নাহিদা আক্তার, তিনিও তাই দাঁড়িয়ে হ্যাটট্রিকের সামনে। 

     

    ৪০ রানের লক্ষ্যটা ১৩.১ ওভার বাকি রেখেই পার হয়ে গেছে বাংলাদেশ। নিগার সুলতানা ২২ বলে অপরাজিত ছিলেন ২১ রানে, সানজিদা ইসলাম ৯ বলে ১৫ রানে হয়েছেন আউট। ৮ উইকেটের বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। 

    নেদারল্যান্ডসকে এর আগে হারিয়েছিল আরব আমিরাত, আর পিএনজির সঙ্গে গিয়েছিল জেতার খুব কাছে। এমন পারফরম্যান্সের পরও আজ বাংলাদেশের সামনে পড়ে তাদের বিদায়ই নিতে হলো টুর্নামেন্ট থেকে।