• অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    অস্ট্রেলিয়ানদের স্লেজিং কমেছে: ডু প্লেসি

    অস্ট্রেলিয়ানদের স্লেজিং কমেছে: ডু প্লেসি    

     

    গত বছর এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই বল টেম্পারিং কেলেঙ্কারিতে বদলে গিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেটের নানা দিক নিয়েই উঠেছিল প্রশ্ন, এর মাঝে ওপরের দিকে ছিল ‘স্লেজিং’। ওই ঘটনার প্রায় ৮ মাস পর অস্ট্রেলিয়া সফরে এসে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি বলছেন,  অস্ট্রেলিয়ানদের স্লেজিং আগের তুলনায় অনেক কমেছে।

    অস্ট্রেলিয়ানদের আচরণ ‘অতি আক্রমণাত্মক’, বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই ব্যাপারটা নিয়ে বিতর্ক হয়েছে অনেক। স্লেজিং প্রিয় অজিরা নিজেদের ‘শুধরে’ নেবেন, মাঠে আক্রমণাত্মক ব্যবহার কমাবেন, এমনটাই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ ও সাবেক ক্রিকেটাররা।

    ডু প্লেসি বলছেন, গত আট মাসে অনেক পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়ানদের, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবসময়ই খুব উপভোগ করি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, আমার সেরাটাও বের করে আনে। ফর্মে থাকা অস্ট্রেলিয়া হয়ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষও। একটা ব্যাপার খেয়াল করেছি, তারা আগের চেয়ে কথা কম বলে ও ক্রিকেটের দিকে বেশি মনযোগী। এটাই তো হওয়া উচিত। তারা আগে যেভাবে স্লেজিং করতো, সেটা অনেক কমেছে।’

    ‘নতুন অস্ট্রেলিয়া’ যে পথে এগুচ্ছে, সেটাকে সাধুবাদ জানিয়েছেন ডু প্লেসি। তবে সাধুবাদ জানালেও তিনি মনে করেন, অজিরা যেন এসবের মাঝে তাদের স্বকীয়তা হারিয়ে না ফেলে, ‘তারা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দলে নতুন একটা সংস্কৃতি তৈরি করতে সময় লাগবে। তবে আমার মনে হয় কখনোই নিজের শক্তি কিংবা স্বকীয়তাকে হারিয়ে ফেলা উচিত নয়। কিছু বাধানিষেধ তো থাকবেই, নিয়মের বাইরে যাওয়া যাবে না। কিন্তু নিজেকে হারিয়ে ফেললে সেটা ভালো হয় না। এটা হলে তারা ভালো ক্রিকেটারও হতে পারবেন না।’

    আজ কুইন্সল্যান্ডে হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের একমাত্র টি-টোয়েন্টি।