• অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    তিন মাসের জন্য মাঠের বাইরে এনগিদি

    তিন মাসের জন্য মাঠের বাইরে এনগিদি    

     

    গত কয়েক সিরিজেই বল হাতে ছিলেন দারুণ ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকা লুঙ্গি এনদগিদি প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তান সিরিজের। শেষ পর্যন্ত অবশ্য সেই সিরিজে খেলা হচ্ছে না তাঁর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি পাওয়া হাঁটুর চোটের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এনগিদি।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে নেমে বল ধরতে গিয়ে পড়ে যান এনগিদি। এরপর থেকেই হাঁটুতে ব্যথা অনুভব করছিলেন এনগিদি। সাথে সাথেই মাঠ ছাড়েন তিনি। তবে ১০ ওভারের সেই ম্যাচে কিছুক্ষণ পরেই মাঠে ফিরেছেন, করেছেন শেষ ওভারও। তবে এই এক ওভার করেই হয়ত ইনজুরিটা বেশি খারাপের দিকে গেছে।

    দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন, কমপক্ষে ১২ সপ্তাহ খেলতে পারবেন না তিনি, ‘গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়েছিলেন এনগিদি। দেশে ফেরার পর পরীক্ষা করা হয়েছে তাঁর হাঁটু, জানা গেছে ইনজুরিটা বেশ গুরুতর। এজন্য কমপক্ষে ১২ সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। এরপর সে খেলায় ফিরতে পারবে। ইনজুরির কারণে তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলা হবে না তাঁর।’

    শ্রীলংকার বিপক্ষে সিরিজে এনগিদি নিয়েছিলেন ৪ ওয়ানডেতে ১০ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে নিয়েছিলেন ৭টি উইকেট। বিশ্বকাপের আগে এনগিদির এমন ইনজুরি বেশ চিন্তায় ফেলে দিয়েছে ডু প্লেসিদের।