• অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    কোহলির সাথে তর্ক এড়াতে অজিদের পরামর্শ ডু প্লেসির

    কোহলির সাথে তর্ক এড়াতে অজিদের পরামর্শ ডু প্লেসির    

     

    প্রতিপক্ষের সাথে হরহামেশাই তর্কে জড়িয়ে পড়েন তিনি। খেলাটা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক মনোভাবটা যে খানিকটা বেশি হবে, তাতে সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি অস্ট্রেলিয়ানদের পরামর্শ দিয়েছেন, যদি তারা কোহলিকে আটকাতে চায়, তাহলে যেন তার সাথে আগ বাড়িয়ে তর্কে না জড়ায়!

    অস্ট্রেলিয়ানদের সাথে খেলার সময় বহুবারই তর্কে জড়িয়েছেন কোহলি। বিশেষ করে ভারতের মাটিতে শেষবার হয়ে যাওয়া দুই দলের সিরিজে কোহলির সাথে স্মিথদের বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে। স্মিথের সেই ‘ব্রেইন ফেড’ নিয়ে তো যারপরনাই চটেছিলেন কোহলি। কয়েকদিন পরেই শুরু হতে যাওয়া সিরিজেও হয়ত এর ব্যতিক্রম হবে না।

    ডু প্লেসি মনে করেন, আগ বাড়িয়ে কোহলির সাথে তর্কে না জড়ানোই ভালো, ‘আন্তর্জাতিক ক্রিকেট এরকম কয়েকজন ক্রিকেটার আছে, তারা মাঠে খুবই আক্রমণাত্মক। কোহলির মতো কয়েকজন চায়, তাঁর সাথে যেন তর্কে জড়িয়ে পড়ে প্রতিপক্ষ। আমার মতে, কোহলিকে তাঁর মতো ছেড়ে দেওয়াই ভালো। কারণ একবার তর্কে জড়ালে সে কথা বলেই যাবে। এটা কারো জন্যই ভালো না।’

    দক্ষিণ আফ্রিকা আগের সিরিজে ভারতকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। সেই সিরিজে কোহলি করেছিলেন ৪৭ গড়ে ২৮৮ রান। কোহলির সামনে চুপ থাকলে কী তাহলে সত্যিই লাভ হবে? ডু প্লেসি মনে করিয়ে দিলেন, কোহলির থামাতে এই পদ্ধতি কাজে দিয়েছিল পুরো সিরিজেই, ‘সে দুর্দান্ত এক ক্রিকেটার। আমরা আগের সিরিজে তাঁর সাথে এরকম করেছিলাম। তাও অবশ্য সে রান করেছে, কিন্তু সেটা মনে হয় একটু কম ছিল। সেঞ্চুরিয়ানের স্লো পিচে সে সেঞ্চুরি করেছিল, পুরো সিরিজে সেটাই ছিল একমাত্র বড় ইনিংস। আমাদের মতো অন্য দলকেও তাই ভাবতে হবে, কীভাবে কোহলিকে আটকানো যায়। আমরা তাকে ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ দিয়েছি, এটা কাজে দিয়েছে দারুণভাবেই।’

    দুদিন আগেই ডু প্লেসি বলেছিলেন, অস্ট্রেলিয়ানদের স্লেজিং অনেকটাই কমে গেছে। তবে স্লেজিং কমাতে গিয়ে নিজেদের ‘স্বকীয়তা’ হারাতে মানা করেছিলেন তিনি। নিজেরা তো ভারতকে ঘরের মাটিতে হারিয়েছেন, অজিদেরকে এবার ভারতের বিপক্ষে জয়ের একটা ‘কৌশলও’ বলে দিলেন ডু প্লেসি। অজিরা সেই পরামর্শ কতটুক কানে তোলে, সেটা দেখা যাবে ২১ নম্ভেবর থেকে শুরু হতে যাওয়া সিরিজেই।