রোহিতের সাথে আমার দ্বন্দ্বের খবর নিছকই গুজব: কোহলি
বিশ্বকাপের পর থেকে ভারতীয় সংবাদমাধ্যমে তাদের দুইজনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছেই। বিরাট কোহলি ও রোহিত শর্মার মাঝে চলা এই ‘দ্বন্দ্বের’ গুঞ্জন নিয়ে দুইজনের কেউই এতদিন মুখ খোলেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে ভারতীয় অধিনায়ক কোহলি অবশেষে এই ব্যাপারটা সাংবাদিকদের কাছে পরিষ্কার করলেন। ভারত ছাড়ার আগে মুম্বাইয়ে কোহলি বলছেন, রোহিতের সাথে তার দ্বন্দ্বের খবরটা নিছকই গুজব। দলের মাঝে বিভাজন থাকলে বিশ্বকাপের সেমিতে যেতে পারতেন না বলেও মনে করিয়ে দেন কোহলি।
বিশ্বকাপ শেষে দৈনিক জাগরণ তাদের এক বিশেষ রিপোর্টে জানিয়েছিল, কোহলি-রোহিত সম্পর্কটা তলানিতে ঠেকেছে। দল নির্বাচন নিয়েই মূলত তাদের মাঝে মনমালিন্য হচ্ছিল। এদিকে রোহিতের হাতে নেতৃত্ব ছাড়তে চান না বলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নেননি কোহলি, সংবাদমাধ্যমগুলো বলছিল এমনটাই।
কোহলি সংবাদমাধ্যমের এমন গুজবে খুবই বিরক্ত, ‘আমার মতে এটা খুবই বাজে একটা গুজব। এসব পড়তেই তো কেমন লাগছে! বিশ্বকাপের পর যত জায়গায় গিয়েছি, সবাই বলেছে আমরা ভালো খেলেছি। আমাদের সবাই সম্মান করছে। আর অন্যদিকে এসব বানোয়াট জিনিস নিয়ে কথা হচ্ছে। অনেকে এসব বিশ্বাসও করেছে। এটা আমাদের জন্য অসম্মানজনক। আমি ১১ বছর ধরে খেলছি, রোহিত ১০ বছর। ড্রেসিংরুমের বাইরে থাকা মানুষ আমাদের নিয়ে এসব বলছে। আমাদের মাঝে যদি দ্বন্দ্বই থাকত, তাহলে বিশ্বকাপসহ গত দুই-তিন বছরে আমরা এত ভালো খেলতাম না। ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখার ব্যাপারে সবসময়ই আমি সচেতন। টেস্টে আমরা ৭ নম্বর থেকে এক নম্বরে উঠেছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিও যথেষ্ট শক্তিশালী আমাদের দল। নিজের মাঝে সম্মানটা না থাকলে এটা সম্ভব হতো না।’
রোহিতের সাথে দ্বন্দ্ব থাকলে সেটা গোপন করবেন না বলেই জানান কোহলি, ‘আমি যদি কাউকে পছন্দ না করি, তাহলে সেটা আমার অভিব্যক্তি দেখলেই বুঝতে পারবেন। আমি সবসময়ই রোহিতের প্রশংসা করছি। তার সাথে আমার কোন মনমালিন্য নেই। জানিনা আমাদের নিয়ে এসব কথা ছড়িয়ে কারা লাভবান হচ্ছে। আমরা সবাই ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করছি। অন্যদিকে মানুষ এসব বানোয়াট কথা নিয়ে পড়ে আছে।’