দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা হবে না বুমরার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরার। পিঠে ‘মাইনর স্ট্রেস ফ্র্যাকচারের’ জন্য তিন টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ভারতের এক নম্বর ফাস্ট বোলার। তার জায়গায় দলে এসেছেন উমেশ যাদব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বল করেছিলেন। দুই টেস্ট মিলে নিয়েছেন ১২ উইকেট। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। ২ অক্টোবর থেকে শুরু বিশাখাপত্তনম টেস্ট দিয়েই আবার ২২ গজে ফেরার কথা ছিল তার। কিন্তু সেটা আর হচ্ছে না। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন বুমরা। একটি রুটিন রেডিওলজিক্যাল স্ক্রিনিং করার সময় জানা গেছে, তিন টেস্টের সিরিজে খেলা হচ্ছে না বুমরার।
তার জায়গায় ডাক পাওয়া উমেশ যাদব সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে। দ্বিতীয় টেস্টে উইকেটশুন্য থাকার পর দল থেকে বাদ পড়েছিলেন, এরপর আর টেস্ট খেলা হয়নি তার।