• ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    ৩-০ এর জন্য চতুর্থ দিনের অপেক্ষা শুধু ভারতের

    ৩-০ এর জন্য চতুর্থ দিনের অপেক্ষা শুধু ভারতের    

    ভারত ৪৯৭/৯ ডিক্লে.
    দক্ষিণ আফ্রিকা ১৬২ ও ১৩২/৮* 
    দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসে ২ উইকেটে ২০৩ রানে পিছিয়ে


    রাঁচিতে তৃতীয় দিন পড়েছে মোট ১৬ উইকেট, যার সবকটিই দক্ষিণ আফ্রিকার। প্রথম ইনিংসে ১৬২ রানে অল-আউট হয়ে যাওয়ার পর ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ভারতকে আবারও ব্যাটিং করাতে ২০৩ রান প্রয়োজন এখনও তাদের। সেই অসম্ভব সমীকরণ বাদ দিলে এদিন দক্ষিণ আফ্রিকার একমাত্র সাফল্য- টেস্টটাকে চতুর্থ দিন নিয়ে যাওয়া। ৩-০ ফল নিশ্চিত করতে তাই আরেকটা রাত অপেক্ষা করতে হচ্ছে ভারতকে। আর দক্ষিণ আফ্রিকার জন্য অপেক্ষাটা হয়তো টানা দ্বিতীয় ইনিংস পরাজয়ের। 

    ২ উইকেট হারিয়েই দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, শুরুতেই উমেশ যাদবের দুর্দান্ত ডেলিভারিতে স্টাম্প হারিয়েছিলে ফাফ ডু প্লেসি। দ্বিতীয় টেস্ট খেলা জুবায়ের হামজা ও টেমবা বাভুমা এরপর প্রতিরোধ গড়েছিলেন, নিজের প্রথম ফিফটিও পেয়ে গেছেন হামজা। খেলেছেন দারুণ কিছু শট, ছয় মেরে ফিফটি পূর্ণ করেছেন মাত্র ৫৬ বলে। জাদেজার আর্ম বলে ব্যাকফুটে গিয়ে বোল্ড হওয়ার আগে তিনি করেছেন ৭৯ বলে করেছেন ৬২ রান, ১০ চার ও ১ ছয়ে। হামজার উইকেটের পরের ওভারেই সাথী হারা সারথী হয়ে ফিরেছেন বাভুমা, স্টাম্পড হয়ে তিনি পরিণত হয়েছেন শাহবাজ নাদিমের প্রথম টেস্ট উইকেটে। 

    দক্ষিণ আফ্রিকার বাঁধ ভেঙে গেছে শীঘ্রই। একদিকে জর্জ লিন্ডে কিছু শট খেলে টিকে ছিলেন, ৯ম ব্যাটসম্যান হিসেবে যাদবের বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েছেন তিনি। এর আগে-পরে হেনরিখ ক্লাসেন, ডেন পিট, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ে ফিরেছেন, ফলো-অন থেকে ১৩৫ রান দূরে প্রথম ইনিংসে থেমেছে দক্ষিণ আফ্রিকা। আগের টেস্টের মতো এবারও ডু প্লেসিদের ফলো-অন করিয়েছেন কোহলি। 

     


    দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার গল্পটা বদলায়নি, রয়ে গেছে আগের মতোই বীভৎস। শুরুটা করেছিলেন যাদব- কুইন্টন ডি ককের স্টাম্প গোত্তা খেয়েছে তার বলে। এরপর শামি নিয়েছেন টানা তিন উইকেট-  স্টাম্প হারিয়েছেন প্রথম ইনিংসে লড়াই করা হামজাও। ডু প্লেসি স্টাম্প হারাননি, তবে সেটা রক্ষা করতে গিয়ে হয়েছেন এলবিডব্লিউ। টেমবা বাভুমা হয়েছেন কট-বিহাইন্ড। চা-বিরতির আগে ডিন এলগারকেও হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, যাদবের বাউন্সার ডাক করতে গিয়ে ঠিকঠাক হয়নি সেটি, বল লেগেছিল তার হেলমেটে। কনকাশনে গেছেন তিনি, পরে কনকাশন-সাব হিসেবে তার বদলি হিসেবে নেমেছেন থিউনিস ডি ব্রুইন। 

    অন্যদিকে ভারত হারিয়েছে তাদের প্রথম পছন্দের উইকেটকিপারকে, বল ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়ে উঠে গেছেন ঋদ্ধিমান সাহা, বদলি হিসেবে কিপিং করতে নেমেছেন ঋশাভ পান্ট। দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি অবশ্য বদলায়নি খুব একটা, তারা হারিয়েছে নিয়মিত বিরতিতে উইকেট। যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ক্লাসেন, লিনডে হয়েছেন রান-আউট। 

    পিট বোল্ড হয়েছেন জাদেজার বলে, রাবাদা হোয়্যাক করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন আশ্বিনের বলে। আধা ঘন্টা সময় বাড়িয়েও দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেট নিতে পারেনি ভারত, তবে এটিকে সাফল্য হিসেবে সফরকারীরা গুণবে কিনা- সে ভার তাদের ওপরই। আপাতত তাদেরকে হাতছানি দিচ্ছে ৩-০, যেটি হয়ে যেতে পারে চতুর্থ দিন সকাল সকালই (আবহাওয়া বাগড়া না বাধালে, অবশ্যই)।