হাফিজ-রিয়াজ নেগেটিভ, তবে তাদের ছাড়াই ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান
করোনাভাইরাস কভিড-১৯ এর দ্বিতীয় দফা টেস্টে নেগেটিভ এসেছে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজসহ পাকিস্তানের ৬ ক্রিকেটারের। তবে ২৮ জুন, সোমবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়া পাকিস্তান দলের সঙ্গে থাকবেন না তারা। নিয়ম অনুযায়ী, আরেকদফা টেস্টে নেগেটিভ এলেই তারা যেতে পারবেন। হাফিজ, রিয়াজ ছাড়াও নেগেটিভ এসেছে ফাখার জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খানের।
এদের মাঝে প্রথমদফা পজিটিভ আসা রিয়াজ ও হাফিজ ব্যক্তিগতভাবে পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়েছিলেন। তবে পিসিবি বলছে, তাদের মাধ্যমে টেস্টের পর আরেকদফা নেগেটিভ এলেই কেবল ইংল্যান্ড যেতে পারবেন তারা।
প্রথমদফা টেস্টে যে ১৮ জনের নেগেটিভ এসেছিল, তাদের সঙ্গে দুজন রিজার্ভ ক্রিকেটার-- পেসার মুসা খান ও অ-১৯ দলের অধিনায়ক উইকেটকিপার রোহেইল নাজিরকে, যুক্ত করা হয়েছে স্কোয়াডে, যাদের ফল নেগেটিভ এসেছে। মোট ২০ জন ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফ নিয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান। এছাড়া দুজন সাপোর্ট স্টাফ-- ক্লিফ ডিকন ও ওয়াকার ইউনিস যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। ২৪ জুলাইয়ের মাঝে যাওয়ার কথা আছে ছুটিতে থাকা শোয়েব মালিকের। আর এরই মাঝে যুক্তরাজ্যে থাকা বাঁহাতি স্পিনার জাফর গহর দলের সঙ্গে প্রস্তুতিতে যোগ দেবেন।
স্কোয়াড ঘোষণার পর হাফিজ, রিয়াজ, ফাখারসহ ১০ জন ক্রিকেটার কভিড-১৯ এ পজিটিভ হয়েছিলেন। এরপর ব্যাক-আপ হিসেবে কয়েকজন ক্রিকেটারের টেস্ট করিয়েছে পিসিবি, যাদের মাঝে ইমরান বাটের ফল পজিটিভ এসেছে, বিলাল আসিফ, মোহাম্মদ নওয়াজ ও মুসা খানের ফল নেগেটিভ এসেছে। দ্বিতীয় দফা টেস্টে মূল স্কোয়াডের ৪ জনের পজিটিভ এসেছে আবারও-- হায়দার আলি, হারিস রউফ, কাশিফ ভাট্টি, ইমরান খানের সঙ্গে মসিউর মালাং আলি।
আগস্ট-সেপ্টেম্বরে দর্শকশূন্য মাঠে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান। ম্যানচেস্টারে পৌঁছানোর পর উস্টারশায়ারে আরেকদফা পরীক্ষা ও কোয়ারেন্টাইনে থাকবেন তারা, তবে সেখানেও অনুশীলন করতে পারবেন। এরপর ১৩ জুলাই ডার্বিশায়ারে অফিশিয়াল প্রস্তুতি শুরু হবে তাদের।
আপাতত স্কোয়াড নিয়ে হেড কোচ মিসবাহ-উল-হক সন্তুষ্ট বলে জানিয়েছেন পিসির প্রধান নির্বাহী ওয়াসিম খান, “আগস্টে টেস্ট, আপাতত রবিবার যে দলটা যাচ্ছে তাদের ফোকাস হবে লাল বলের দিকে। এই স্কোয়াড নিয়ে মিসবাহ সন্তুষ্ট। অনুশীলন ও প্রস্তুতিতে বিভিন্ন গাইডলাইন অনুযায়ী যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার থাকছে পরিস্থিতির সঙ্গে, সে ব্যাপারে সে জানে।”
যাদেরকে ছাড়া পাকিস্তান যাচ্ছে, তাদের উপসর্গ নেই বলে সেরে ওঠার সম্ভাবনা বেশি বলেও আশাবাদি তিনি, “আমি আবারও যারা থেকে গেলেন, তাদের নিশ্চয়তা দিতে চাই, পিসিবি তাদের সহায়তা করে যাবে, কোয়ারান্টাইনের সময় দেখভাল করবে। মনে রাখতে হবে, তাদের উপসর্গ নেই। ফলে ফিটনেস ফিরে পাওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা উজ্জ্বল। যখনই দুইবারের ফল নেগেটিভ আসবে, তাদেরকে ইংল্যান্ডে স্কোয়াডের সঙ্গে নিয়ে যুক্ত করা হবে।”
পরের সপ্তাহে আরেকদফা পরীক্ষা করা হতে পারে এসব ক্রিকেটারের।
প্রথমদফা ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করা পাকিস্তান স্কোয়াড
আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহেইল নাজির, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহ, জাফর গহর (প্রস্তুতি)