• আইপিএল ২০২০
  • " />

     

    ধোনি-রায়নার অবসর : পরিকল্পনা, কান্না, পার্টি

    ধোনি-রায়নার অবসর : পরিকল্পনা, কান্না, পার্টি    

    ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নেওয়ার পরিকল্পনা আগে থেকেই করেছিলেন মাহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। রায়না আগে থেকেই জানতেন, ধোনি অবসর নেবেন। অবসরের ঘোষণা দেওয়ার পর কেঁদেছেন তারা, এরপর পার্টি করেছেন। 

    শনিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে কিছুক্ষণ আগে-পরে অবসর নিয়েছেন ধোনি ও রায়না। প্রথমে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে অবসর নিয়েছেন ধোনি, কিছুক্ষণ পর ‘আমিও তোমার সঙ্গে এ যাত্রায় সঙ্গী হলাম’ জানিয়েছেন রায়নাও। প্রায় দুই বছর ভারতের হয়ে খেলেননি রায়না, ধোনি শেষ খেলেছিলেন গত বছরের বিশ্বকাপে। 

    আরব আমিরতে আইপিএল খেলতে যাওয়ার আগে এখন প্রাথমিক ক্যাম্প করছে চেন্নাই সুপার কিংস, যে দলে দীর্ঘদিন একসঙ্গে খেলছেন তারা। চেন্নাই পৌঁছেই ধোনি অবসরের ঘোষণা দেবেন, এমন জানতেন রায়না। পীযুশ চাওলা, দীপক চাহার ও কর্ন শর্মাকে নিয়ে ১৪ আগস্ট চার্টার করা ফ্লাইটে রাঁচি যান তারা, ধোনিকে সঙ্গে করে আনেন এরপর চেন্নাইয়ে। 

    নিজেদের অবসরের পরিকল্পনা নিয়ে ভারতের হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরণকে রায়না বলেছেন, “ধোনির জার্সি নাম্বার ৭, আমার ৩। দুইয়ে মিলে ৭৩। ১৫ আগস্ট ভারত স্বাধীনতার ৭৩ বছর পূরণ করলো, এর চেয়ে ভাল দিন আর হয় না।” 

    “বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ২৩ ডিসেম্বর ক্যারিয়ার শুরু করেছিল ধোনি (২০০৪), আমি করেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে (২০০৫)। একসঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছি, চেন্নাইয়ে একসঙ্গে খেলেছি, এখন একসঙ্গে অবসর নিলাম। এরপর চেন্নাইয়ের হয়ে একসঙ্গেই খেলে যাব।” 

    “অবসরের ঘোষণা দেওয়ার পর একজন আরেকজনকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছি। আমি, পীযুশ, আম্বাতি রাইডু, কেদার যাদব আর কর্ন একসঙ্গে (ধোনির সঙ্গে) বসে আমাদের ক্যারিয়ার আর সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সে রাতে পার্টিও করেছি।”