• আইপিএল ২০২০
  • " />

     

    আইপিএলে যাচ্ছেন 'বোল্টের পার্টিতে যোগ দেওয়া' গেইল

    আইপিএলে যাচ্ছেন 'বোল্টের পার্টিতে যোগ দেওয়া' গেইল    

    দুই দফা কোভিড-১৯ এর নেগেটিভ ফল আসার পর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে যোগ দিচ্ছেন ক্রিস গেইল। পরবর্তীতে কোভিড-১৯ পজিটিভ আসা উসাইন বোল্টের জন্মদিনের পার্টিতে গেইল গিয়েছিলেন বলে সংবাদ এসেছিল। তবে নিজের ইনস্টাগ্রাম আইডির স্টোরিতে কোভিড-১৯ টেস্টের ভিডিও দিয়ে গেইল জানিয়েছেন, ভ্রমণের জন্য যে দুই দফা নেগেটিভ ফল দরকার, সেটি এসেছে তার। 

    গত ২১ আগস্ট নিজের জন্মদিন উপলক্ষে জ্যামাইকায় একটা পার্টি আয়োজন করেছিলেন বোল্ট। করোনা-কালীন সময়ে যদিও অনুষ্ঠান আয়োজনে বাধা আছে, তবে বোল্টের সেই পার্টিতে মাস্ক ছাড়াই যোগ দিয়েছিলেন অনেকে। গেইল ছাড়াও সে পার্টিতে ছিলেন ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিংও। বোল্ট আপাতত নিজের বাসায় আছেন আইসোলেশনে। 

    কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবারের আইপিএল হবে আরব আমিরাতে, গেইল তার দলের সঙ্গে যোগ দেবেন সেখানেই। আমিরাত পৌঁছানোর পর বিমানবন্দরে একদফা পরীক্ষা করানো হবে তার, এরপর ছয়দিনের কোয়ারেন্টাইনে আরও তিনদফা পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে তাকে। সবকটিতে নেগেটিভ এলেই কেবল দলের সঙ্গে বায়ো-সিকিউর বলয়ে যোগ দিতে পারবেন তিনি। এ বলয়ের মাঝে আলাদা আলাদা হোটেলে থাকবে দলগুলি। 

    আইপিএল দিয়েই স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে ফিরছেন গেইল। এর আগে শেষ বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তিনি। এরপর চলমান সিপিএলে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। 

    বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন তিনি। কবে অবসর নেবেন, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশে এসে গেইল বলেছিলেন, “শরীর এখনও ভাল আছে, আমার মনে হয় যত দিন যাচ্ছে তত তরুণ হচ্ছি আমি। আমি সেদিকে তাকিয়ে আছি। ৪৫ মানে একটা ভাল সংখ্যা। ৪৫ নিয়েই কথা হোক। আমার মনে হয় এটা ভাল একটা সংখ্যা, আমার প্রথম জার্সি নম্বর।”  

    সেপ্টেম্বরের ২১ তারিখে ৪১ পূর্ণ করবেন তিনি। আইপিএল শুরু হবে তার ২ দিন আগে।