• আইপিএল ২০২০
  • " />

     

    ১ জন ভারতীয় ক্রিকেটারসহ চেন্নাই সুপার কিংসের ১০ জন কোভিড-১৯ পজিটিভ

    ১ জন ভারতীয় ক্রিকেটারসহ চেন্নাই সুপার কিংসের ১০ জন কোভিড-১৯ পজিটিভ    

    অন্তত একজন ভারতীয় ক্রিকেটারসহ আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের ১০ জন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আরব আমিরাতে পৌঁছে তৃতীয়দফা পরীক্ষার পর এই ফল এসেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। ফলে চেন্নাইয়ের অনুশীলন ১ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এসবের কিছু নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজি বা আইপিএল। 

    আরব আমিরাত পৌঁছে বিমানবন্দরে একবারের পর আরও তিনদফা টেস্ট করানোর পর নেগেটিভ আসলেই শুধু অনুশীলন করতে পারবে দলগুলি, আইপিএলের প্রোটোকলে বলা আছে এমন। এছাড়া আরব আমিরাত পৌঁছে ছয়দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম আছে। 

    আগের সূচি অনুযায়ী, শুক্রবার অনুশীলন শুরু করার কথা ছিল চেন্নাইয়ের। তবে করোনার হানার কারণে সেটি পিছিয়ে যাচ্ছে এখন। 

    ক্রিকইনফো বলছে, পজিটভ ১০ জনের মাঝে একজন স্কোয়াডের সদস্য, বাকিরা সাপোর্ট স্টাফ ও নেট বোলার। আইপিএলের প্রোটোকল অনুযায়ী, কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তাকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে, এরপর দুইদফা নেগেটিভ ফল এলেই শুধু অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।

    ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আছে এবারের আইপিএল। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়নি এখনও। গত আসরের রানার্স-আপ চেন্নাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে প্রথম ম্যাচে খেলার কথা। 

    আইপিএল খেলতে ২১ আগস্ট আরব আমিরাতে পৌঁছেছে চেন্নাই। এর আগে ছয়দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছিল তারা ভারতে।