• আইপিএল ২০২০
  • " />

     

    আম্পায়ারের শর্ট রানের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির দ্বারস্থ পাঞ্জাব

    আম্পায়ারের শর্ট রানের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির দ্বারস্থ পাঞ্জাব    

    আম্পায়ারের দেওয়া শর্ট রানের ‘ভুল’ সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির কাছে আপিল করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুপার ওভারে হারার পর এমন করেছে তারা, যাদের প্রধান নির্বাহী বলেছেন, এই ‘ভুল সিদ্ধান্ত’ তাদের প্লে-অফের জায়গা খেয়ে দিতে পারে। 

    আইপিএলে দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল পাঞ্জাব। ১৯তম ওভারের তৃতীয় বলে মায়াঙ্ক আগারওয়াল লং-অনে খেলে ডাবলস নিয়েছিলেন, তবে স্ট্রাইক প্রান্তে প্রথম রানটা ঠিকঠাক সম্পন্ন করতে পারেননি ক্রিস জর্ডান, এমন সিদ্ধান্ত দিয়েছিলেন সদ্য আইসিসির এলিট প্যানেলে ঢোকা ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। 

    তবে টেলিভিশন রিপ্লেতে যে অ্যাঙ্গেল দেখানো হয়েছে দুই বল পর, সেটিতে জর্ডানের ব্যাট পপিং ক্রিজ পার করেছে, দেখা যাচ্ছে এমন। সে সময় সে রানটার তাৎপর্য যে এতোখানি হয়ে দাঁড়াবে, সেটি হয়তো সেভাবে ভাবা যায়নি। 

    শেষ ওভারে ১৩ রান প্রয়োজন থাকতে বোলিংয়ে এসেছিলেন ব্যাটিংয়ে দিল্লির নায়ক মার্কাস স্টোইনিস, তবে তার প্রথম বলেই ছয় মেরেছিলেন দারুণ এক ইনিংস খেলা আগারওয়াল। পরের বলে ডাবলস নেওয়ার পর আবারও চার মেরে টাই করেছিলেন ম্যাচ, তবে স্টোইনিসকে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন ওভারের পঞ্চম বলে, চতুর্থ বল মিস করার পর। 


    শেষ বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন জর্ডান, ৩ বলে ১ রান প্রয়োজন- এমন ম্যাচ টাই করতে হয়েছিল পাঞ্জাবকে। এরপর সুপার ওভারে কাগিসো রাবাদার তোপে ২ রান করতেই ২ উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেছে পাঞ্জাব। জর্ডানের ওই ‘শর্ট রান’ তাই এসেছে আবারও আলোচনায়। 

    “আমরা ম্যাচ রেফারির (জাভাগাল শ্রীনাথ) কাছে আপিল করেছি। মানুষের ভুল হতেই পারে, আমরা সেটি বুঝি। তবে আইপিএলের মতো বিশ্বমানের টুর্নামেন্টে এমন ভুলের সুযোগ নেই বলে মনে হয় আমাদের। এটির কারণে প্লে-অফে জায়গা হারাতে পারি আমরা। ম্যাচ হারা তো হারাই। এটা অন্যায্য। আমি আশা করি নিয়ম পর্যবেক্ষণ করা হবে, যাতে এমন ভুলের সুযোগ না থাকে।” পিটিআইকে এমন বলেছেন পাঞ্জাবের প্রধান নির্বাহী 

    আইসিসি ও আইপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, আউট বা বাউন্ডারি ছাড়া অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত টিভি আম্পায়ারের কাছে নেওয়ার সুযোগ নেই। রিপ্লে দেখালেও অন-ফিল্ড কল ওভাররুল করতে পারবেন না টিভি আম্পায়ার। 

    এর আগে দিল্লির ইনিংসের শেষ ওভারে জর্ডানের একটি ডেলিভারি নো ডেকেছিলেন টিভি আম্পায়ার, যেটি নিয়েও হয়েছিল বিতর্ক। সেটি হওয়ার কথা ছিল ইনিংসের শেষ ডেলিভারি। সেই ফ্রি-হিটে এসেছিল ৩ রান।