স্বপ্নের দিনে তাসকিনের যত কীর্তি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগুন ঝরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার একাই ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার। দক্ষিণ আফ্রিকায় প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছেন ৫ উইকেট। এর আগে ২০১৪ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন ওয়ানদেতে, এবার পেলেন দ্বিতীয়বার। সর্বশেষ ২০১২ সালে লাসিথ মালিঙ্গার পর কোনো সফরকারী বোলার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে ৫ উইকেট পাননি।
ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিতে ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করেছেন তিনি।