ধর্মশালায় খেলতে পারছেন না কোহলি
কাঁধের চোট রাঁচি টেস্টে ফিল্ডিং করতে দেয়নি তাঁকে। সেই চোটই অবশেষে কাল হল। ধর্মশালায় সিরিজ নির্ধারণী টেস্টে খেলা হচ্ছে না বিরাট কোহলির। তাঁর জায়গায় সুযোগ পেয়ে ইতিহাস গড়ে ফেলেছেন কুলদীপ যাদব। ভারতের হয়ে টেস্ট খেলা প্রথম চায়নাম্যান বোলার যাদবই। আরও একটি পরিবর্তন আছে, ইশান্ত শর্মার জায়গায় সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার।
কালই সংবাদ সম্মেলনে কোহলি জানিয়েছিলেন, শতভাগ ফিট না হলে আজ মাঠে নামবেন না। সকালে ফিটনেস টেস্টের জন্য অপেক্ষা করবেন। কিন্তু সেই পরীক্ষায় উৎরাতে পারেননি।। সুনীল গাভাস্কারের মতো অনেক সাবেক যদিও বলেছিলেন, ৭০ ভাগ ফিট থাকলেই কোহলির খেলা উচিত। কিন্তু কোহলি শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেননি। ২০১১ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ কোনো টেস্টে মাঠে নামতে পারেননি কোহলি। এরপর ভারতের হয়ে খেলেছেন টানা ৫৪ টেস্ট। এই টেস্টে তাই ভারতের অধিনায়ক হচ্ছেন আজিঙ্কা রাহানে।