• আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে সবাই'

    'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে সবাই'    

    সাসেক্সের গত মাসের গড় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস। এ মাসেও তাই। সে তুলনায় ডাবলিনের তাপমাত্রা বেশিই, ১৬ ডিগ্রী সেলসিয়াস। কন্ডিশনিং ক্যাম্প থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে এসেছে বাংলাদেশ। আবহাওয়াটাও একটু অনুকূলে এসেছে, তবে আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়াটাও ভালই হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

     

    ‘আমরা  ইংল্যান্ডে এসেছি প্রায় ১৫ দিন আগে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা সব প্রস্তুত আছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। ব্যাপারটা একটু কঠিন, ইংল্যান্ডে যখন এসেছিলাম, তখন একটু ঠান্ডা ছিল, এখন আবার একটু ভাল(তাপমাত্রা)। আমরা যারা ১৮ জনের মতো আছি, যে যেমন পেরেছে প্রস্তুতি নিয়েছে। আশা করি ভাল হবে ইনশা’আল্লাহ।’

     

    প্রস্তুতি ম্যাচগুলো অবশ্য বেশ ভালই গেছে বাংলাদেশের। ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছেন, বোলাররাও মানিয়ে নিয়ে বোলিং করেছেন। কাল ডাবলিনে আয়ারল্যান্ডের সংগে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজকে গুরুত্বপূর্ণই মনে করছেন মাশরাফি, ‘অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ এটা। আমরা শেষ দুই-আড়াই বছরে বাংলাদেশে খুব ভাল খেলেছি। শেষ শ্রীলঙ্কা সফরেও আমরা ভাল খেলেছি। টেস্ট জিতেছি, ওয়ানডে জিতেছি, টি-টোয়েন্টিও জিতেছি। আমরা যদি এখানে (আয়ারল্যান্ডে) ভাল করি, চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমাদের ভাল হবে।’

     

    তবে সিরিজটা কঠিন হবে বলেই মত তাঁর, ‘এটা বড় চ্যালেঞ্জ। দেশের মাটিতে খেলা স্বস্তির, সবসময়ই। কিন্তু বিদেশের মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জের। যে কোনো দলের জন্যই। আয়ারল্যান্ড আসলেই ভাল করছে। তারা জানে, কিভাবে নিজেদের কন্ডিশনে কিভাবে খেলতে হয়। তাই জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’