• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'মুস্তাফিজ বড় কিছুই করে দেখাবে এবার'

    'মুস্তাফিজ বড় কিছুই করে দেখাবে এবার'    

    গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে আছে বাংলাদেশ। উন্নতির সূচকে ধারাবাহিক অগ্রগতির পথে থাকা দলটি ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো উঠে এসেছে ছয় নম্বরে। এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামার আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন, নিজেদের সাফল্যের এই ধারাবাহিকতাটুকু ধরে রাখতে চান এই টুর্নামেন্টে। আর সেখানে দলের তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বড় ভূমিকা আলাদা করেই প্রত্যাশা করছেন তিনি।

     

    মাশরাফি বলছেন বর্তমান অবস্থান থেকে আরও সামনে এগিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য, “আমরা এখন ছয় নম্বর দল, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। দলের সবাই দারুণ খুশী। এখান থেকে আমরা আরও এগিয়ে যেতে চাই, যতদূর সম্ভব যেতে চাই।”

     

     

    তবে তাই বলে ক্রিকেট বিশ্বের সেরা ৮ দলের এই টুর্নামেন্টে অবাস্তব কোনো লক্ষ্য নির্ধারণ করতে চান না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, “এই টুর্নামেন্ট আমাদের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। এমন একটা গ্রুপে আমরা খেলতে যাচ্ছি যেখানে বাকিরা সবাই এমন কন্ডিশনে বেশ শক্ত প্রতিপক্ষ।...প্রত্যাশা তো থাকবেই, যখন আপনি আপনার দেশের হয়ে খেলছেন তখন সেখানে সবসময়ই চাপ থাকবে। তবে আমরা আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে চাই।”

     

    নিজেদের দিনে যে কোনোকিছুই সম্ভব- এমন মন্ত্রেই আশাবাদ খুঁজতে চান মাশরাফি, “আপনার দিনে আপনি যে কোনো কিছুই করতে পারেন। আমাদের মানসম্মত খেলোয়াড় আছে যারা খেলাটা বদলে দিতে পারে। আমাদের একটা দল হিসেবে খেলতে হবে যেমনটা আমরা গত দুই বছর ধরে খেলে আসছি।”

     

    বাংলাদেশ দল এখন কারও একার ওপর নির্ভরশীল নয়- এমন মন্তব্য করলেও মাশরাফি আশা করছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান তাঁর দলের জন্য আলাদা করেই ভূমিকা রাখবেন, “আমরা এখন আর কারও একার ওপর নির্ভর করে থাকার কথা ভাবি না। তবে গত ক’ বছর ধরে মুস্তাফিজ আমাদের জন্য দারুণ কাজ করে আসছে। অপারেশনের পর সে বেশ দুর্দান্তভাবেই ফিরে এসেছে এবং সে আমাদের জন্য এবার বড় ভূমিকাই রাখবে।”