'আকমলের লজ্জিত হওয়া উচিত'
‘মুটিয়ে’ যাওয়ার অভিযোগে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর কয়েকদিন আগেই দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁকে। উমর আকমলের দল থেকে বাদ পড়ার এই ঘটনায় পাকিস্তান দলের কর্মকর্তাদের মাঝে খানিকটা দ্বন্দ্বও তৈরি হয়েছে। এবার সাবেক পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুস বলছেন, এই ঘটনার জন্য আকমলের লজ্জিত হওয়া উচিত।
ওয়াকার বলছেন, আকমলের দেশে ফেরার ব্যাপারটি পাকিস্তান দলের জন্য লজ্জাজনক, “যা হয়েছে সেটা মোটেও হওয়া উচিত ছিল না। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য লজ্জাজনক। কিছু একটা তো গড়বড় হয়েছেই! তবে এখনই কাউকে দোষারোপ করতে চাইছি না। পিসিবির উচিত ঘটনার পূর্ণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে এরকম না ঘটে।”
নিজের ওজনের কারণে বাদ পড়ায় আকমলের লজ্জিত হওয়া উচিত বলেও মনে করেন ওয়াকার, “উমর নিজেই নিজের বড় শত্রু। সে পরিশ্রম করতে চায় না, ফিটনেসও ধরে রাখতে চায় না। এটা খুবই লজ্জাজনক। দেশে ফেরত যাওয়ার পর তাঁর লজ্জিত হওয়া উচিত। তাঁকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এটার সাথে সে একেবারেই সুবিচার করতে পারেনি।”
এদিকে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন আকমল, “আমি পাকিস্তানের ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আশা করি আমি আবারো ক্রিকেটে ফিরব। আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করব। আমি হারিস সোহেলকে অভিনন্দন ও শুভকামনা জানাই। সে ভালো পারফর্ম করুক এটাই চাই।”