'চ্যাম্পিয়নস ট্রফিতে 'আক্রমণাত্মক ক্রিকেটই' খেলবে ইংল্যান্ড'
উদ্বোধনী ম্যাচের বাকি আর একদিন। ঘরের মাটিতে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে বহু মানুষের চোখে ‘ফেভারিট’ ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে দলের কোচ ট্রেভর বেয়লিস বলছেন, তার দল আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় খানিকটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে ইংল্যান্ডকে। বেয়লিস বলছেন, ওই বিপর্যয়ের পরেও নিজেদের খেলার ধরন বদলাবে না ইংলিশরা, “এটা পুরোপুরি দলের ওপর নির্ভর করছে। গত দুই বছরে আমরা এভাবে খেলেই জয় পেয়েছি। পরাজয়ও এসেছে মাঝে মাঝে। যখন এরকম হয় তখন এটাকে ভালো মনে হয় না। কিন্তু আমাদের খেলার ধরন পরিবর্তন হবে না। আশা করি পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে ব্যাটসম্যানরা। এটাই আমাদের দলের শক্তি। আমি কখনোই রক্ষণাত্মক ক্রিকেট খেলে কোনো দলকে বড় টুর্নামেন্ট জিততে দেখিনি। নির্ভার থেকেই খেলে যেতে হবে শিরোপা জয়ের জন্য।”
লর্ডসের পিচ নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না ইংলিশ অধিনায়ক মরগান। নিজেদের হারের জন্য পিচের অতিরিক্ত ঘাসকেই দোষারোপ করেছেন। বেয়লিস বলছেন, এরকম সবুজ উইকেটে ব্যাটিং বিপর্যয় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, “পিচ ব্যাটিংয়ের জন্য খানিকটা কঠিন ছিল। আমরাও একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ব্যাটিং করার সময়। এরকম পিচে এটা হতেই পারে। এ নিয়ে এত ভাবার কিছুই নেই।”