বাংলাদেশের তিন জনের কথাই বললেন স্মিথ
গত রাতটা কেটেছে উৎকন্ঠায়। মুঠোফোন গুতোতে হঠাৎ করেই চোখে পড়ল, ঘর থেকে দু পা ফেলার দূরত্বেই হয়েছে হামলা। স্টিভ স্মিথের ভাবনার চৌহদ্দিতে ক্রিকেটের সঙ্গে মিশে যাচ্ছে নিরাপত্তা নিয়ে সংশয়ও। কিন্তু জীবন তো থেমে থাকবে না, কাল বাংলাদেশের সঙ্গে ম্যাচেও খেলতে হবে। তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক আলাদা করে বাংলাদেশের তিন জনের নামই বললেন।
ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যাটিংটা নিশ্চয় দেখেছেন স্মিথ। তামিম ইকবালের কথা তাই আলাদা করেই বললেন, 'অবশ্যই ওদের কয়েকজন বিপজ্জনক ব্যাটসম্যান আছে। সেদিন তামিমকে দেখেছি, খুব ভালো খেলেছে। আর ওদের তরুণ কিপারের নাম যেন কী, মুশফিক, সেও খুব ভালো খেলেছে।’ স্মিথ বোধ হয় ভুলে গিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের অভিষেক তাঁরও অনেক আগে।
তবে আর একজনের স্মিথের ভালোই মনে থাকার কথা। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে তো খুব কাছ থেকেই দেখেছেন। সেটাও মনে রেখেছেন, 'মুস্তাফিজ খুবই ভালো একজন বোলার। ওদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমাদের ভালো খেলেই ওদের হারাতে হবে।’ স্মিথ জানেন, এই ম্যাচ হেরে গেল টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা প্রায় বেজেই যাবে অস্ট্রেলিয়ার। জয়ের তাই কোনো বিকল্প নেই।