• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'উইকেট অনেক বড় একটা ব্যাপার'

    'উইকেট অনেক বড় একটা ব্যাপার'    

    প্রথম ওয়ানডেতে ৩০০ রান করেও ইংল্যান্ডের কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল। মাশরাফি বিন মুর্তজা তখনই বলেছিলেন, এই উইকেটে পেসারদের জন্য ভালো করা বেশ কঠিন। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের আগে আজ আভাস দিলেন, কাল পাঁচজন বোলার নিয়েই নামছে বাংলাদেশ। তবে সেই বোলার কে হবেন, তা নিশ্চিত করেননি মাশরাফি।

     কালই অনুশীলনে মাশরাফি বলেছিলেন, এই উইকেট ৩০০ রানও নিরাপদ নয়। আজ আবার সেটি মনে করিয়ে দিলেন তিনি, ‘ওয়ানডেতে এখন সবার থেকে আলাদা করলে দুজনকে করতে হবে, মিচেল স্টার্ক এবং মুস্তাফিজ। দুজনেই কিন্তু এখানে খুব সুবিধা করতে পারছে না। রাবাদার মতো বোলারও কাল শুরুটা ভালো করতে পারেনি। পেস বোলারদের জন্য এখানে জীবন কঠিন হয়ে গেছে। আইসিসির টুর্নামেন্টে সব সময় ব্যাটসম্যানদের একটু অনুকূলেই থাকে।’

    বরং দুই বছর আগের বিশ্বকাপের অভিজ্ঞতা বেশি ভালো ছিল, সেটি জানালেন, ‘২০১৫ বিশ্বকাপে বরং স্পোর্টিং উইকেট ছিল। সেখানে বোলারদের যেমন ভালো বল করার সুযোগ ছিল,  তেমনি ব্যাটসম্যানদেরও ভালো খেলে রান করতে হয়েছিল। স্পোর্টিং উইকেট এরকমই হয়। কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম। আমাদের এখানে বোলাররাই কমবেশি ভুগছে, অন্য দলের ক্ষেত্রেও হয়তো ব্যাপারটা একই। এসব পরিস্থিতিতে ব্যাটসম্যানদের হয়তো বাড়তি একটু দায়িত্ব নিতে হবে। বোলারদের মধ্যে কেউ যদি অসাধারণ কিছু করতে পারে, তাহলে সেটা দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ,।

     

    কিন্তু তার মানে বাংলাদেশের বোলিংটা একটু বেশি কম জোরি হয়ে গেছে? মাশরাফি অবশ্য সেটি মানলেন না, ‘আমাদের ৩০-৩৪০ করার সুযোগ ছিল। সেটা হয়নি। তবে আমাদের বোলিং অ্যাটাকের সামর্থ্য অনেকের চেয়ে ভালো। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় ৩৩০ করেও দেখা যাচ্ছে তাড়া করে ফেলছে। এখানেও উইকেট ওই ধরনেরই। আমাদের বোলিং অ্যাটাক নিয়ে কারও সংশয় থাকলে আমি বলব অন্য ম্যাচের দিকে তাকাতে বলব। আমি উল্টো একটু আপসেট ছিলাম, অন্য দল পেরেছে বলে আমরা পারব না কেন। মাঝামাঝি সময়ে উইকেট নিতে পারেনি বলে আমরা ভুগেছি। উইকেট আসলে অনেক বড় একটা ব্যাপার।’

     

    কিন্তু এই উইকেটে  বাড়তি একজন ব্যাটসম্যান না খেলালেও হতো, সেটাও যেন মাথায় আছে মাশরাফির, ‘আট ব্যাটসম্যান নিয়ে আমরা ৩০০ করেছি, সাত ব্যাটসম্যান নিয়ে কেন না, এটাও একটা প্রশ্ন। আবার পাঁচ বোলার নিয়ে কী হবে, সেটাও ভাবতে হবে। আশা করি, ভারসাম্যটা ঠিক রাখতে পারব।  আমরা ৩০৫ আটকাতে পারিনি। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের আটকানো উচিত। কাল থেকে এটা নিয়ে ভাবছি। ব্যাটসম্যানদের সাথেও কথা বলছি। তামিম-মুশফিক ফর্মে আছে, ইমরুলও ভালো শুরু করেছিল। রিয়াদও ভালো করছে। পঞ্চম বোলার কে হবে বা কাকে নিব, সেটা নিয়েও ভাবার সুযোগ আছে।