'চুক্তি-জটিলতা কোনো অজুহাত নয়'
বোর্ডের সাথে চুক্তিসংক্রান্ত জটিলতা অনেক দূর গড়িয়েছে। সাবেক ক্রিকেটার, বর্তমান দলের সদস্য এমনকি অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেম্যানও এই ব্যাপারে বেশ কয়েকবার মুখ খুলেছেন। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে অনেকেই বলেছিলেন, এসব ব্যাপার মাঠের খেলায় প্রভাব ফেলবে না। ইংল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অজিরা। লেম্যান বলছেন, চুক্তি নবায়নের ইস্যুকে এরকম পরাজয়ের ‘অজুহাত’ হিসেবে দাঁড় করাতে চান না।
চুক্তি নবায়ন নিয়ে শুরু থেকে বোর্ডকে ‘ধর্মঘটের’ হুমকি দিয়ে আসছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। যদিও অধিনায়ক স্মিথ ও কোচ লেম্যান এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। তবে সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমের পরিস্থিতি যে স্বাভাবিক নেই সেটা হয়ত বুঝতে পেরেছেন তারাও। এই কারণেই বারবার বলা হচ্ছিল, চুক্তির ব্যাপারটা খেলার ওপরে পড়তে দেওয়া হবে না।
ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের জন্য লেম্যান এই ঘোলাটে পরিস্থিতিকে দায়ী করতে নারাজ, “চুক্তির ওই ব্যাপারটা পর্দার আড়ালে অনেক আগে থেকেই চলছে। ড্রেসিংরুমের কারো কাছেই এটা অজানা কিছু নয়। এটার জন্য ক্রিকেটারদের মনঃসংযোগ নষ্ট হয়েছে অথবা মাঠের খেলায় কোনো প্রভাব ফেলেছে বলে মনে হয় না। টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ের অজুহাত হিসেবে এই ইস্যুকে দাঁড় করানোর কোনো কারণ নেই।”
ম্যাচ শেষে পরাজয়ের দায়ভারটা নিজেদের ওপরই নিয়েছিলেন স্মিথ। লেম্যানও তার সাথেই সুর মেলালেন, “ইংল্যান্ডের কাছে আমরা পাত্তাই পাইনি ওই ম্যাচে। খুব হতাশ আমি। এক পর্যায়ে ১৫ রানে ৫ উইকেট হারিয়েছি। বোলিংয়ের শুরুতে ইংলিশ ব্যাটসম্যানদের চাপে ফেললেও এটার সুযোগ নিতে পারিনি। এই টুর্নামেন্টে আমরা নিজদের সেরা খেলার ধারে কাছেও ছিলাম না।”