জরিমানা গুণলেন সাকিবও
সাকিব আল হাসান ও হাসান আলিকে শৃঙ্খলাজনিত কারণে জরিমানা করেছে বিসিবি। সাকিব কোড অব কন্ডাক্টের লেভেল ২ ভেঙ্গেছেন, আর হাসান ভেঙ্গেছেন লেভেল ১ ধরনের। ২০ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে ঢাকা ডায়নামাইটসের ম্যাচেই ঘটেছে সাকিবদের ঘটনা।
ইমরুল কায়েসের বিপক্ষে একটা এলবিডাব্লিউর সিদ্ধান্তে নিজের পক্ষে না পেয়ে আম্পায়ার রানমোরে মার্টিনেজের ওপর বেশ উত্তেজিতই হয়ে পড়েছিলেন সাকিব। সে কারণেই ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার। সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার খাতায়।
আর মোসাদ্দেককে আউট করে ড্রেসিংরুমের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন হাসান। ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার। সঙ্গে যুক্ত হয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট। ৪টি ডিমেরিট পয়েন্ট হলে সেই ক্রিকেটার বা কর্মকর্তাকে নিষিদ্ধ করা হবে ১ ম্যাচের জন্য।
সাকিব ও হাসান, দুজনই শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বিপিএলের এবারের আসরে এর আগে নাসির হোসেন, সিলেট সিক্সারসের ম্যানেজার, তামিম ইকবাল, লিটন দাসেরও জরিমানা হয়েছিল শৃঙ্খলাজনিত কারণে।