অস্ট্রেলিয়াকে সেমিতে তুললেন 'নতুন ওয়ার্ন'
বোলিং অ্যাকশন অনেকটাই শ্যেন ওয়ার্নের মতো। সেই শৈশব থেকেই সবাই বলতেন, একদিন ওয়ার্নের মতোই দলকে ম্যাচ জেতাবেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার লয়েড পোপ হয়ত আজকের দিনের অপেক্ষাতেই ছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একাই ৮ উইকেট নিয়ে বার্তা দিলেন, অস্ট্রেলিয়ার ‘নতুন ওয়ার্ন’ এসে গেছে! তাঁর অবিশ্বাস্য বোলিংয়ে ইংল্যান্ডকে ৩১ রানে হারিয়ে সেমিতে উঠেছে অস্ট্রেলিয়ার যুবারা।
ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় অজিরা। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার তুলে নিয়েছেন ৪৭ রান। ইংলিশদের জয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু তখনও যে ‘পোপ ম্যাজিক’ বাকি!
অষ্টম ওভারে বোলিংয়ে আসলেন পোপ, দ্বিতীয় বলেই ফেরান লিয়াম ব্যাংকসকে। ১৯৯৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্নের জাদুকরী সেই স্পেল যেমন বদলে দিয়েছিল ম্যাচের ভাগ্য, পোপও সেভাবেই পথ দেখালেন দলকে। একে একে আরও ৭ উইকেট তুলে নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
৯ ওভার ৪ বলে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যা সেরা বোলিং ফিগার।