• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    'রশিদ খানকে নিয়ে কারা আলোচনা করে', প্রশ্ন সাকিবের

    'রশিদ খানকে নিয়ে কারা আলোচনা করে', প্রশ্ন সাকিবের    

    প্রতিপক্ষ যখন আফগানিস্তান, সবচেয়ে বেশি আলোচনাটা তাকে নিয়েই হবে। আফগান দলের প্রাণভোমরা রশিদ খানকে নিয়ে তাই সিরিজের আগে নানা আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট দলেও। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো রশিদ খানকে নিয়ে আলাদাভাবে ভাবতে চান না সাকিব আল হাসান।

     

     

    মুশফিক বলেছিলেন, রশিদকে নিয়ে সিরিজের আগে বিশেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তামিমও তাকে সামলানোর পরিকল্পনা করছেন। তবে সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ রশিদ খানকে নিয়ে বিশেষভাবে ভাবার প্রয়োজন নেই বলেই জানান সাকিব, ‘তাকে নিয়ে আলোচনাটা আসলে কারা করছে? সাংবাদিকরা প্রশ্ন করলে ক্রিকেটাররা উত্তর দিচ্ছে নাকি ক্রিকেটাররাই আলোচনা করছে? সবাইতো ভালো বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভালো বোলার। তাই কেউ ভালো বল করবে কেউ খারাপ বল করবে। ভালো ব্যাটসম্যানরা সেটাকে ভালোভাবে সামলাবে সেটাই নিয়ম।’

    দেরাদুনের সিরিজে আফগানিস্তানকেই ফেভারিট মানছেন আইপিএল মিশন শেষ করে দেশে ফেরা সাকিব, ‘আসলে টি টোয়েন্টিতে ফেবারিট বা অ-ফেবারিট এই ধরনের কোন তকমা থাকে না। যে কোনও দল যে কোনও সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে তাই আমি বলবো ওরাই ফেবারিট।’

    এবারই প্রথম আইপিএলের সব ম্যাচ খেলেছেন। এই অভিজ্ঞতাটা আফগানদের বিপক্ষকে কাজে লাগবে বলেই বিশ্বাস, ‘একই কন্ডিশন, একই জায়গায় খেলা হবে। তাই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোন ম্যাচ হয়নি। তারপরেও আমার মনে হয় কন্ডিশন একই হবে। ভারতে সাধারণত যে ধরনের উইকেট থাকে ওই ধরনেরই হবে।’