সালমাদের টানা দ্বিতীয় হার
স্কোর
বাংলাদেশ ২০ ওভারে ৭৬/৯ (আয়শা ৩৯, গরডন ৩/১৬)
ইংল্যান্ড ৯.৩ ওভারে ৬৪/৩ ( জোনস ২৮*, সালমা ২/১৭)
ইংল্যান্ড ডিএল পদ্ধতিতে ৭ উইকেটে জয়ী
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর বাংলাদেশকে ডুবিয়েছিলেন ব্যাটসম্যানরাই। প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হারের কারণ সেই ব্যাটসম্যানরাই। ইংল্যান্ডের বিপক্ষে কাল রাতের ম্যাচে পাত্তাই পাননি সালমারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে গত ম্যাচের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা; রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনজন। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করেছেন শুধু আয়শা রহমানই। দুই চার ও তিন ছয়ে ৫২ বলে আয়শা করেছেন ৩৯ রান। দলীয় ৪২ রানের মাথায় ক্রিস্টি গরডনের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আয়শা ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলের ব্যাটিং লাইনআপ। শেষ ছয় উইকেট পড়েছে ২৯ রানে। পুরো ইনিংসে তিন অংক ছুঁয়েছেন আয়শাসহ মাত্র তিনজন। শেষের দিকে জাহানারার ৭ বলে ১২ রানের সুবাদে ৭৬ রানের স্কোর দাঁড় করা বাংলাদেশ।
৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশদের শুরুটাও ভালো হয়নি। প্রথম বলেই ড্যানিয়েল ওয়াটকে ফেরান সালমা খাতুন। ২ রান করে ট্যামি বিউমন্টকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে আশা জাগিয়ে তুলেছিলেন সেই সালমাই। সালমার ওই দুই উইকেটের পর ইংল্যান্ডের হাল ধরেন অ্যালেন জোনস ও নাটালি স্কিভার। বৃষ্টি নামলে টার্গেট দাড়ায় ৬৪ রান।
১৭ বলে ২৩ রান করে নাটালি ফিরলেও শেষ পর্যন্ত ছিলেন জোনস। হেথার নাইটকে নিয়ে খেলা শেষ করেই মাঠ ছাড়েন জোনস, অপরাজিত ছিলেন ২৪ বলে ২৮ রান করে। এই হারে দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে থাকলেন সালমারা। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।
আগামীকাল নিজদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।