কোহলিদের প্রাণনাশের হুমকির মেইল ভারতকে পাঠালো পিসিবি
দুই বোর্ডের মাঝে অনেকটা দা-কুমড়ার সম্পর্ক। কিন্তু বিষয়টা যখন ভারতের ক্রিকেটারদের নিরাপত্তার, তখন বিসিসিআইকে খবরটা জানাতে দেরি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ভারতীয় দলের ওপর হামলায় হুমকি দিয়ে পিসিবির কাছে একটি মেইল এসেছিল। সেই মেইলের ব্যাপারে আইসিসি ও বিসিসিআইকে দ্রুততম সময়ে জানিয়ে দিয়েছে পাকিস্তান। এমন মেইলের পর বাড়িয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিদের নিরাপত্তাও।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, ১৬ আগস্ট পিসিবির কাছে একটি সন্দেহজনক মেইল আসে। সেখানে কোনো সন্ত্রাসী গ্রুপের কথা সরাসরি বলা না থাকলেও কোহলিদের ওপর হামলার হুমকি দেয়া হয়েছিল। মেইলটা সাথে সাথেই আইসিসি ও বিসিসিআইকে পাঠিয়ে দিয়েছে পিসিবি।
এরকম মেইল পেয়ে গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসেছিল বিসিসিআই। তারা অ্যান্টিগার ভারতীয় হাই কমিশনের সাথেও যোগাযোগ করেছে। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী ওই মেইলের ব্যাপারে জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়াকে, ‘আমরা পিসিবি থেকে পাওয়া ওই মেইলটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় পুলিশ ও ওয়েস্ট ইন্ডিজ পুলিশের সাথে আলোচনা করেছি। ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করা ভারতীয় দলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শুধু ওয়েস্ট ইন্ডিজে নয়, মুম্বাইসহ ভারতের অন্য শহরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’
পিসিবির কাছে এই মেইলের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে নিরাপত্তা ইস্যুর অজুহাত দেখিয়ে তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।