টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাটসম্যানদের কঠিন সময় দেখছেন কোহলি
ক্রিকেট দিন দিন ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে, এই অভিযোগটা অনেক পুরনো। ওয়ানডে-টি টোয়েন্টিতে সেটা খুব বেশি চোখে পড়লেও টেস্টের চিত্রটা একটু ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলছেন, গত কয়েক বছরে টেস্টে ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাটসম্যানদের কাজটা আরও কঠিন হবে বলেই মানছেন কোহলি।
গত দুই বছরে টেস্টে বেশ কয়েকবার ব্যাটিং করতে নেমে অল্প রানে গুটিয়ে গেছে অনেক দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে এক উইকেটে ৬০ রান থেকে ৯০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ভারতও গত বছর ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল।
কোহলি বলছেন, ব্যাটসম্যানরা তাদের সেরাটা দিতে পারেননি, ‘সত্যি বলতে আমরা ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে পারিনি। গত দেড় বছর ধরে টেস্টে ব্যাটিং করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আমরা ইংল্যান্ডে হেরেছি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যানরা ভালো করেছে বলেই আমরা জিতেছি। শুধু ব্যক্তিগত নয়, দল হিসেবে ভালো করতে হবে ব্যাটসম্যানদের। সব দলই ভালো একটা পুঁজি পেতে চায়। নাহলে বোলারদের বেশি কিছু করার থাকে না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাটে-বলের লড়াইটা দারুণ জমবে বলেই বিশ্বাস কোহলির, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়াতে ম্যাচগুলো আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এটা দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে। অনেকেই বলতেন, টেস্ট ক্রিকেট এখন আর যুগের সাথে তাল মেলাতে পারছে না কিংবা টেস্ট মারা যাচ্ছে। আমার মতে গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট আগের চেয়ে অনেক প্রতিদ্বন্দ্বীতামূলক হয়েছে। ক্রিকেটারদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। এখানে ম্যাড়ম্যাড়ে ড্র হবে না। সবাই পয়েন্ট পেতে চাইবে, তাই ম্যাচটাও উত্তেজনাপূর্ণ হবে।’