রোচ-গ্যাব্রিয়েলের তোপের দিন রাহানেতেই সুরাহা ভারতের
১ম দিন শেষে
ভারত ১ম ইনিংস ৬৮.৫ ওভারে ২০৩/৬ (রাহানে ৮১; রোচ ৩/৩৪)
এই অ্যান্টিগাতেই বছর খানেক আগে একটা দুঃস্বপ্ন উপহার পেয়েছিল বাংলাদেশ। ভারতের শুরুটাও কাল ঠিক দুঃস্বপ্নের না হলেও তার কাছাকাছিই হলো। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল গত বছরের মতো আগুন ঝরিয়ে গেছেন কালও, তবে মাঝে মাঝে নেই আগুন নেভানোর ভালোই ব্যবস্থা করেছে ভারত, আরেকটু নির্দিষ্ট করে বললে আজিংকা রাহানে, কেএল রাহুল, হনুমা বিহারীরা। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের মুখেই হাসি থাকবে, সেই হাসি কেড়ে নেওয়ার আজ সুযোগ থাকছে পান্টদের সামনে।
কাল ভারতের সকালের শুরুটাই হয়েছিল ভুলে যাওয়ার মতো। শুরু থেকেই দারুণ লাইন লেংথে বল করে যাচ্ছিলেন কেমার রোচ, পঞ্চম ওভারে গিয়ে অফ স্টাম্পের ঠিক বাইরের বলে ক্যাচ দিতে বাধ্য করলেন মায়াংক আগরওয়ালকে। সেই ওভারের শেষ বলে আবারও উইকেট। এবারও অফ স্টাম্পের একটু বাইরে সুইং করে বেরিয়ে যাওয়া বল। চেতেশ্বর পূজারা খোঁচা দেওয়ার লোভটা সামলাতে পারলেন না, এবারও উইকেটের পেছনে ক্যাচ ধরলেন শেই হোপ।
তবে ভারত সবচেয়ে বড় ধাক্কাটা খেল আরেকটু পর। বিরাট কোহলি ক্রিজে এসেই বুঝিয়ে দিচ্ছিলেন, এই পরিস্থিতিতেও তিনি মানিয়ে নিতে জানেন দ্রুত। স্বচ্ছন্দ মনে হচ্ছিল ভারত অধিনায়ককে, দুইটি চারও মেরেছিলেন। কিন্তু শ্যানন গ্যাব্রিয়েলের পাতা ফাঁদে শেষ পর্যন্ত পা দিলেন। প্রথমে কয়েকটা শর্ট বল করলেন গ্যাব্রিয়েল, এরপর অফ স্টাম্পের বাইরের একটা বল। সেটা কাট করতে গিয়ে গালিতে ক্যাচ দিলেন কোহলি, ফিরলেন ৯ রানে। ২৫ রানে ৩ উইকেট নেই ভারতের।
রাহুল আর রাহানে নিলে এরপর পরিস্থিতিটা সামাল দিলেন কিছুটা। দুজন ভালোয় ভালোয় লাঞ্চটা কাটিয়ে দিলেন, বিপদ হতে দেননি আর কোনো। এরপর রস্টন চেজ এলেন, রাহুল লেগ সাইডে খেলতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ৪৪ রান করে ফিরলেন, ৯৩ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। এরপর সফরকারীদের দিনের সেরা অংশের শুরু। রোদ উঠে যাওয়ায় সুইং আর মিলছিল না তেমন। রাহানে এবার একটু গা ঝাড়া দিয়ে দারুণ কিছু শট খেলতে শুরু করলেন, অন্য পাশ থেকে পেলেন হনুমা বিহারীকে। দুজনের জুটিতে ৮২ রান চলে এলো ২০ ওভারের মধ্যেই।
শেষ পর্যন্ত রোচ এসেই ভাঙলেন জুটি। সেই চেনা ফর্মুলায়, এবারও উইকেটের পেছনে ক্যাচ দিলেন বিহারি। রাহানে অবশ্য সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন, খেলছিলেনও ভালো। কিন্তু অতি আত্মবিশ্বাস কাল হলো, অফ স্টাম্পের বাইরের বলটা ড্রাইভ করতে গিয়ে টেনে নিয়ে এলেন স্টাম্পে, ৮১ রানেই বোল্ড হলেন গ্যাব্রিয়েলের বলে। এরপর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি পান্ট-জাদেজা। পরে তো বৃষ্টির জন্য শেষ সেশনের অনেকটুকুই ভেসে গেল।