• ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজ
  • " />

     

    একাদশ নির্বাচনে কোহলিকে আরও স্থিতিশীল হওয়ার আহবান গাঙ্গুলির

    একাদশ নির্বাচনে কোহলিকে আরও স্থিতিশীল হওয়ার আহবান গাঙ্গুলির    

    টেস্ট দলের দায়িত্ব পাওয়ার পর বিরাট কোহলির অধীনে এখন পর্যন্ত ৩৮টি ভিন্ন একাদশ মাঠে নেমেছে। ঘন ঘন ভারতের একাদশে এমন পরিবর্তন আনাটা খুব ভালো চোখে দেখছেন না সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মুম্বাইয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলছেন, একাদশ নির্বাচনের ব্যাপারে কোহলিকে আরও বেশি স্থিতিশীল মনোভাব দেখাতে হবে। 

    ক্রিকেটাররা যেন আত্মবিশ্বাসহীনতায় না ভোগে, সেজন্য তাদের বেশি থেকে বেশি সুযোগ দেওয়ার পরামর্শ গাঙ্গুলির, ‘আমার মনে হয় এই বিষয়ে কোহলির আরও স্থিতিশীল হওয়া দরকার। ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত, এতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এটা আমি আগেও বলেছিল। ওয়ানডে সিরিজে স্রেয়াস আইয়ার দারুণ খেলেছে। তাঁর মতো আরও ক্রিকেটারকে এভাবে সুযোগ দেওয়া উচিত। আশা করি কোহলি এটা করবে।’ 

    অ্যান্টিগা টেস্টে কুলদীপ যাদবের বাদ পড়ায় খানিকটা বিস্মিত গাঙ্গুলি, ‘কুলদীপের বাদ পড়া আমাকে অবাক করেছে। শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যে টেস্টে খেলেছিল সে, সেখানে পাঁচ উইকেট নিয়েছিল। সিডনির ব্যাটিং সহায়ক উইকেটে এটা করা সহজ কাজ না। তবে জাদেজাও ভালো ফর্মে আছে। অ্যান্টিগার পিচে গতদিন তিনজন পেসারের দরকার ছিল। কারণ পিচে যথেষ্ট সিম মুভমেন্ট ছিল, স্পিনাররা ততোটা ভালো করতে পারেনি।’ 

    কুলদীপের মতো বাদ পড়েছেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। কোহলির এমন সিদ্ধান্ত কতটুক ফলপ্রসূ হবে, সেটাই দেখার অপেক্ষায় গাঙ্গুলি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর রেকর্ড অসাধারণ। এমন রেকর্ডের পরেও অশ্বিনকে বাদ দেওয়া কতটুক সঠিক, সেটা কয়েকদিনের মাঝেই জানা যাবে। একাদশে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটারদের মাঝে এমন লড়াইটা অবশ্য দলের জন্যই ভালো। জাদেজা এই পিচে কীভাবে বোলিং করে উইকেট নেয় সেটাই দেখার বিষয়। কারণ সময় যত গড়াবে এই পিচে অসমান বাউন্স দেখা দেবে।’

    আবারও ভারতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। শাস্ত্রী-কোহলি জুটি ভারতকে আইসিসি টুর্নামেন্টের শিরোপা জেতাবে, এমনতাই আশা গাঙগুলির, ‘শাস্ত্রী অনেক বছর ধরে দলের সাথে আছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি আসছে। চ্যাম্পিয়নস ট্রফিও এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে। আশা করি ভারত একটা ‘উইনিং কম্বিনেশন’ খুঁজে বের করে ভালো করবে।’