সুপারস্পোর্ট পার্কে সাকিব-ইয়াসির ঝড়ে বাংলাদেশের যত রেকর্ড
লিটন-তামিমের ভিতের ওপর দাঁড়িয়ে ঝড় তুলেছেন সাকিব-ইয়াসির। বেশ কিছু রেকর্ড যোগ হয়েছে বাংলাদেশের
- সাকিব আল হাসান ও ইয়াসির আলীর ১১৫ রানের জুটি দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশে ওয়ানডেতে সর্বোচ্চ। এই ম্যাচেই লিটন দাস ও তামিম ইকবালের করা ৯৫ দ্বিতীয় সর্বোচ্চ। আর এই ম্যাচের আগে ২০১৭ সালে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম করেছিলেন তখনকার সর্বোচ্চ ৯৩
- সাকিব ও ইয়াসিরের ১১৫ রানের জুটি ওয়ানডেতে অন্তত ১০০ রান হওয়া জুটির মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের। দুজন ৮১ বল খেলে ১১৫ করেছেন ৮.৫১ রান রেটে। এর আগে সাকিব ও লিটন ২০১৯ বিশ্বকাপে ১৩৫ বলে করেছিলেন ১৮৯, সেটা ছিল ৮.৪ রান রেটে
- বাংলাদেশের ৩১৪ রান দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালে পার্লে বাংলাদেশ করেছিল ২৭৮
- দেশের বাইরে ১২তম বারের মতো বাংলাদেশ ৩০০ রান পেরুলো। এর মধ্যে সবচেয়ে বেশি বার আছে জিম্বাবুয়েতে।
- সাকিব আল হাসানের ৭৭ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার সর্বোচ্চ। এর আগে ২০১৯ বিশ্বকাপে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব করেছিলেন ৭৫