• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'ভারতের উচিত হবে এখনই চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে আসা'

    'ভারতের উচিত হবে এখনই চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে আসা'    

    বিসিসিআইয়ের দেওয়া প্রস্তাব না মানলে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়াবে ভারত, এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। এটাকে নেহায়েতই ‘অবাস্তব’ বলে মনে হলেও গতকাল আইসিসির বৈঠকের পর সেই সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে। বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, ভারতের উচিত হবে এখনই চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেওয়া।

    দুদিন আগে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ দিন হলেও এখনো দল ঘোষণা করেনি বিসিসিআই। গতকাল ‘তিন মোড়লের নীতি’ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিসিআইয়ের শোচনীয় পরাজয়ের পর অনেকটাই এগিয়ে গেছে আইসিসি। লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে এরকম ক্ষতির মুখে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে আশাকেই উত্তম মনে করছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা, “গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে আসার ব্যাপারটা অবাস্তব বলেই মনে হচ্ছিল। তবে আজ যা হয়েছে সেটার পর মনে হয় এরকম কিছুই হতে যাচ্ছে। ভারতের উচিত এই ইভেন্ট থেকে সরে এসে প্রতিবাদ জানানো। এরপর দেখব কতজন সদস্য এই নতুন নীতি নিয়ে এগোতে পারে। কাউকে না কাউকে তো এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে!”

    তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।