• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে যা করতে হবে

    বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে যা করতে হবে    

    অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা আর চার ওভার খেলা হলেই বিদায়ঘণ্টা বেজে যেত বাংলাদেশের। কিন্তু এক পয়েন্ট পাওয়ায় এখনো ভালোমতো টিকে আছে বাংলাদেশের সম্ভাবনা। ইংল্যান্ড অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে গেছে শেষ চারে। গ্রুপ এ র শেষ ম্যাচে বাংলাদেশ এখন মুখোমুখি-নিউজিল্যান্ডের, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের। সেই ম্যাচ দুইটির আগে সমীকরণ দেখে আসা যাক।

    বাংলাদেশকে যা করতে হবে:

    সমীকরণ ১: নিউজিল্যান্ডের সঙ্গে জয় পেলে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের সঙ্গে জেতা চলবে না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ টাই হলে বা বৃষ্টিতে ভেসে গেলেও সেক্ষেত্রে চলবে।

    সমীকরণ ২: বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হলে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের কাছে ২১ রান বা তার চেয়ে বড় ব্যবধানে হারতে হবে

    সমীকরণ ৩: নিউজিল্যান্ডের কাছে হারলেই বাংলাদেশ বাদ পড়ে যাবে।

     

    অস্ট্রেলিয়াকে যা করতে হবে: নিউজিল্যান্ডের সঙ্গে এক পয়েন্টটা যেমন ভাগ্যক্রমে পেয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের সঙ্গে জেতা ম্যাচও খুইয়েছে। শেষ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার তিন ধরনের সমীকরণ হতে পারে।

    সমীকরণ ১: বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের সঙ্গে জিততে হবে।

    সমীকরণ ২: নিউজিল্যান্ড বাংলাদেশকে হারালেও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটা জিততে হবে।

    সমীকরণ ৩: নিউজিল্যান্ড-বাংলাদেশের ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হলে

    ১) অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে টাই বা বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও উঠবে

    ২) ইংল্যান্ডের কাছে ২০ বা তার কম রানের ব্যবধানে হেরেও অস্ট্রেলিয়া চলে যাবে।

     

    নিউজিল্যান্ডকে যা করতে হবে: ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে শেষ চারের সম্ভাবনা একটু ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ডের। সেক্ষেত্রে তিন রকম সমীকরণ আসতে পারে।

    সমীকরণ ১:  নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে জেতার পর অস্ট্রেলিয়া যেন ইংল্যান্ডের কাছে হেরে যায়, বা ম্যাচটা যেন টাই হয় বা বৃষ্টিতে ভেসে যায়।

    সমীকরণ ২: বাংলাদেশের সঙ্গে ম্যাচটা টাই হলে বা বৃষ্টিতে ভেসে গেলে বা হেরে গেলেই নিউজিল্যান্ড বাদ পড়বে।