• ক্রিকেট

সাকিব: দ্যা গোল্ডেন সন অব বাংলাদেশ।

পোস্টটি ২৬২০ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
সাকিব আল-হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার। তার জন্ম ১৯৮৭ সালের ২৪শে মার্চ (মাগুরা জেলায়)। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একজন প্রাক্তন শিক্ষার্থী। তাঁর খেলার মান আর ধারাবাহিকতা তাঁকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়-"দ্য ওয়ান ম্যান আর্মি"। এছাড়াও তাঁর রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন| সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন। তিনি টি২০তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন ৷ এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি২০তে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন ৷ ব্যক্তিগত তথ্য পূর্ণ নাম: সাকিব আল হাসান জন্ম: ২৪ মার্চ ১৯৮৭ (বয়স ৩১)মাগুরা, খুলনা, বাংলাদেশ ডাকনাম: সাকিব উচ্চতা: ৫ ফুট ০৯ ইঞ্চি (১.৭৫ মিটার) ব্যাটিংয়ের ধরন: বামহাতি বোলিংয়ের ধরন: স্লো বামহাতি অর্থোডক্স ভূমিকা: অলরাউন্ডার আন্তর্জাতিক তথ্য জাতীয় পার্শ্ব: বাংলাদেশ টেস্ট অভিষেক: ১৮ মে ২০০৭ বনাম ভারত (ক্যাপ ৪৬) শেষ টেস্ট: ১২ জুলাই ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই অভিষেক:. ৬ আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়ে (ক্যাপ ৮১) শেষ ওডিআই:. ২৮ জুলাই ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই শার্ট নং: ৭৫ টি২০আই অভিষেক: ২৮ নভেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে (ক্যাপ ১১) শেষ টি২০আই: ০৬ আগস্ট ২০১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ ঘরোয়া দলের তথ্য বছর দল ২০০৪- বর্তমান: খুলনা বিভাগ ২০১০–২০১১ : ওরচেস্টারশায়ার ২০১১–২০১৭ : কলকাতা নাইট রাইডার্স ২০১২–২০১৩ : খুলনা রয়েল বেঙ্গলস ২০১৩, ২০১৬–বর্তমান : ঢাকা ডায়নামাইটস ২০১৩ : লিচেস্টারশায়ার ২০১৩ :. বার্বাডোজ ট্রাইডেন্টস ২০১৪-বর্তমান: অ্যাডিলেড স্ট্রাইকার্স[৪] ২০১৫ : মেলবোর্ন রেনেগেডস ২০১৫ : রংপুর রাইডার্স ২০১৬ : করাচি কিংস ২০১৭ : পেশোয়ার জালেম খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি ম্যাচ সংখ্যা ৫৩ ১৮৮ ৬৯ ৮৯ রানের সংখ্যা ৩৬৯২ ৫৪৩৩ ১৩৬৮ ৫৬০৭ ব্যাটিং গড় ৩৯.৬৯ ৩৫.৫০ ২২.৪২ ৩৭.৩৮ ১০০/৫০ ৫/২৩ ৭/৩৯ ০/৭ ৮/৩৩ সর্বোচ্চ রান ২১৭ ১৩৪* ৮৪ ২১৭ বল করেছে ১২৪৮৮ ৯৪৯৯ ১৫০০ ১৮৬৩৮ উইকেট ১৯৬ ২৩৭ ৮০ ২৯৬ বোলিং গড় ৩১.৮৮ ২৯.৭৭ ২১.০৭ ৩০.৪৮ ইনিংসে ৫ উইকেট ১৮ ১ ০ ১৪ ম্যাচে ১০ উইকেট ২ ০ {{{tenfor৩}}} ১ সেরা বোলিং ৭/৩৬ ৫/৪৭ ৪/১৫ ৭/৩২ ক্যাচ/স্ট্যাম্পিং ২০/– ৪৫/– ১৮/– ৪৩/–