• হকি

ইনডোর হকি বিশ্বকাপ ২০২১ এর স্বাগতিক দেশ বেলজিয়াম

পোস্টটি ১৭২১ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

এফআইএইচ ইনডোর হকি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর আয়োজন করবে বেলজিয়াম। বেলজিয়ামের লিয়েজ প্রদেশে আগামী বছরের ৩-৭ ফেব্রুয়ারী আয়োজিত হবে ইনডোর হকির সবচেয়ে বড় এ আসর।

দর্শনীয় এ অনুষ্ঠানে অংশ নেবে ১২টি দেশ, যাদের পুরুষ ও নারী উভয় দলই প্রতিযোগিতা করবে। ২০১৮ সালে জার্মানির বার্লিনে ইনডোর হকি বিশ্বকাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়  অস্ট্রিয়ার ছেলেরা ও জার্মানির মেয়েরা। 

"গতি, দুরন্তপনা, ও উত্তেজনায় ভরা ইনডোর হকি আমাদের খেলার একটি গুরুত্বপূর্ণ ও ভালোবাসার ভিন্ন এক রূপ, এবং আমি বেলজিয়াম অনুষ্ঠিত হতে যাওয়া ইনডোর হকি বিশ্বকাপের ৬ষ্ঠ আসরের ব্যাপারে মুখিয়ে আছি। আমি রয়্যাল বেলজিয়ান হকি অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এই চমৎকার আয়োজনের অংশীদার হবার জন্য। আমি নিশিচত এই আয়োজন সংশ্লিষ্ট সকলের জন্য সাফল্য বয়ে আনবে বিশেষ করে অংশ নেওয়া ২৪টি দলের জন্য। নিঃসন্দেহে হকির সকল সমর্থকদের জন্য চমৎকার একটি আয়োজন হতে যাচ্ছে এটি।"

— এফআইএইচ সিইও থিয়েরি ওয়েইল 

এফআইএইচ ইনডোর হকি বিশ্বকাপ ২০২১ — কোয়ালিফাই করা দলসমূহ

  • পুরুষ

১। বেলিজিয়াম (স্বাগতিক)
২। জার্মানি (ইউরোপিয়ান চ্যাম্পিয়ন)
৩। অস্ট্রিয়া (ইউরোপিয়ান কোটা)
৪। নেদারল্যান্ডস (ইউরোপিয়ান কোটা)
৫। রাশিয়া (ইউরোপিয়ান কোটা)
৬। চেক রিপাবলিক (ইউরোপিয়ান কোটা)
৭। নিউজিল্যান্ড (ওশেনিয়া কোটা - চ্যাম্পিয়ন অনির্ধারিত)
৮। অস্ট্রেলিয়া (ওশেনিয়া কোটা - চ্যাম্পিয়ন অনির্ধারিত)
৯। ইরান (এশিয়ান চ্যাম্পিয়ন)
১০। কাজাখস্তান (এশিয়ান কোটা)
১১। আফ্রিকান চ্যাম্পিয়ন (অনির্ধারিত)
১২। প্যান আমেরিকান চ্যাম্পিয়ন (অনির্ধারিত)

  • নারী

১। বেলিজিয়াম (স্বাগতিক)
২। বেলারুস (ইউরোপিয়ান চ্যাম্পিয়ন)
৩। নেদারল্যান্ডস (ইউরোপিয়ান কোটা)
৪। চেক রিপাবলিক (ইউরোপিয়ান কোটা)
৫। জার্মানি (ইউরোপিয়ান কোটা)
৬। ইউক্রেন (ইউরোপিয়ান কোটা)
৭। অস্ট্রিয়া (ইউরোপিয়ান কোটা)
৮। নিউজিল্যান্ড (ওশেনিয়া কোটা - চ্যাম্পিয়ন অনির্ধারিত)
৯। অস্ট্রেলিয়া (ওশেনিয়া কোটা - চ্যাম্পিয়ন অনির্ধারিত)
১০। কাজাখস্তান (এশিয়ান চ্যাম্পিয়ন)
১১। আফ্রিকান চ্যাম্পিয়ন (অনির্ধারিত)
১২। প্যান আমেরিকান চ্যাম্পিয়ন (অনির্ধারিত)

ইনডোর হকির নিয়মাবলী জানতে ক্লিক করুন এখানে

[আরও পড়ুনঃ ইনডোর হকি এখন এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসে]

প্রচ্ছদ ছবিঃ এফআইএইচ ওয়েবসাইট।