বৃষ্টি আর নিয়তি নিয়ে ভাবছেন না মাশরাফি
সংবাদ সম্মেলনে এসেই দেরি করে ফেলায় সবার কাছে ক্ষমা চাইলেন মাশরাফি বিন মুর্তজা। কার্ডিফের উইকেটটা ম্যাচ শুরুর আগে একটু বেশি সময় নিয়েই পরখ করলেন বাংলাদেশ অধিনায়ক, দেরিটা হলো সে কারণেই। কিন্তু উইকেটের পাশাপাশি বাংলাদেশ অধিনায়কের মাথায় যে ‘বৃষ্টি’ নামের তৃতীয় শক্তিও যে ঘোরাফেরা করছে!
যে বৃষ্টি বাংলাদেশের জন্য আগের ম্যাচে আশীর্বাদ ছিল, কাল সেটিই হয়ে যেতে পারে অভিশাপ। এমনিতে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি মানেই বৃষ্টির বড় ভূমিকা। কাল যে পূর্বাভাস, তাতে সেটি থাকতে হবে স্বমহিমায়। সকালে ভারি বৃষ্টির পূর্বাভাস আছে, যেটির রেশ থাকতে পারে সারাদিনে। তবে মাশরাফি এসব নিয়ে ভাবতে চাইলেন না, ‘বৃষ্টি নিয়ে চিন্তা করে লাভ নেই। হলে তো কোনো অপশন নাই। আমাদের নিজেদের কাজটা করতে হবে।’
বৃষ্টির সঙ্গে ঘুরে ঘুরে এলো অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের প্রসঙ্গও। কাল শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে ওই ম্যাচের দিকেও। মাশরাফি সেই ভাবনাও আরেক দিকে সরিয়ে রাখলেন, ‘অস্ট্রেলিয়া কী করে সেটার ওপর তো হাত নেই। আমাদের এই ম্যাচ নিয়েই ভাবা উচিত। ‘
নিউজিল্যান্ডের সাথে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক জয়ের স্মৃতিটা একদমই টাটকা। আয়ারল্যান্ডের ওই মাঠের কন্ডিশন, আর পরিস্থিতি যে একদমই আলাদা, সেটা জানেন মাশরাফি। উইলিয়ামসন, মিলনে, বোল্ট, সাউদি, গাপটিলদের কেউই ছিলেন না সেবার। তবে বাংলাদেশ অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, ওদের বোলিং বেশ ভালো, দলটাও দারুণ। তবে মিলনেকে ছাড়া বাকি সবাইকে আমাদের খেলোয়াড়েরা অনেক খেলেছে। আশা করি, আমাদের ব্যাটসম্যানরা এবার ভালো করতে পারবে।’
তবে যত যাই হোক, বাংলাদেশের বোলিংকে সবচেয়ে বেশি চোখ রাঙাচ্ছেন কিউই অধিনায়কই। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেঞ্চুরি-ফিফটিও হয়ে গেছে। তবে মাশরাফি শুধু উইলিয়ামসনের কথা ভাবতে চাইলেন না, 'শুধু উইলিয়ামসনে ফোকাস করলে চলবে না,ওদের আরও ভালো খেলোয়াড় আছে। সবার ওপরেই আমাদের নজরে রাখতে হবে।
মাশরাফি অবশ্য বলে গেছেন, দল এখনই চূড়ান্ত করেননি, ‘উইকেটে ঘাস ছিল, কেটে ফেলা হয়েছে। সকালবেলা দেখে ঠিক করা হবে দল কী হবে। আমাদের অবশ্যই প্ল্যান আছে। আমাদের নিজেদের পরিকল্পনায় ঠিক থাকতে হবে।’
তাহলে কি চার পেসার খেলানোর আভাস দিলেন বাংলাদেশ অধিনায়ক?