• ফুটবল

এসি ত্রেন্তো: পাহাড়ে ঘেরা ছোট্ট ক্লাব

পোস্টটি ১৯৯৩ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

 

ইতালির উত্তরে অবস্হিত আল্পস্ পর্বতমালার পাহাড় ঘেরা একটি ছোট্ট শহর 'ত্রেন্তো'।পারিবারিক কারণে সেখানে অনেকবার ভ্রমণের সুবাদে এই স্বর্গের মতো সুন্দর শহরটি দেখা হয়েছে আমার।সেখানকার মেজর ফুটবল ক্লাব এ.সি. ত্রেন্তো যেটি ইতালিয়ান ফুটবল পিরামিডের পন্ঞম (নন-প্রফেশনাল) লীগ এক্সেলেঞ্জা:ত্রেন্তিনো-সুদতিরল' এর একটি দল।18486042_1331207513614743_2111658632267408093_n

১৯২১ সালে স্হাপিত এই ক্লাবটির সর্বোচ্চ সাফল্য ২০১১-১২ সিজনে চতুর্থ লেভেল 'সিরি ডি' তে খেলা ।স্হানীয়ভাবে 'জাল্লো-ব্লু' বা 'হলুদ-নীল' নামে পরিচিত ক্লাবটি ২০১৪ সালে ব্যাংকরাপ্টেড হয়ে যাওয়ার পরও মারিও জাক্কা নামক এক ব্যাবসায়ীর সদিচছায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। হোমগ্রাউন্ড 'স্তাদিও ব্রিয়ামাস্কা'র ধারণক্ষমতা মাত্র ৪,২৭৭!! স্টেডিয়ামটি শহরের মতই মনোরম পাহাড়ে ঘেরা । ক্লাবের ম্যানেজার লুসিয়ানো দে পাওলা।18485746_1331207563614738_449512079572967272_n

ভেনিস,মিলানো,ভ্যাটিকান প্রভৃতি শহরের কারণে ইতালি বিশ্বব্যাপী পর্যটকদের তীর্থস্হান হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও এই নর্দান শহরটি কিছুটা অবহেলিত বলেই আমার মনে হয়।প্রাকৃতিক সৌন্দর্যে এটি প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের মতই প্রায় এবং অস্ট্রিয়া-সুইস বর্ডারের নিকটবর্তী।18485956_1331207533614741_8783217224484287327_n

আমার খুবই ভালোলাগার শহর এটা আর তাই এখানের ফুটবল ক্লাব নিয়ে কিছু খোঁজ খবর করলাম এবং ফুটবল নিয়ে লিখার মতো হাজারো টপিক থাকার পরেও প্রথম অ্যাটেম্প্ট হিসেবে এটি বেছে নিলাম |এই অখ্যাত একটি শহরের অখ্যাত ক্লাবটির কথা আমি ছাড়াও কেউ তো জানুক! এখানেরই কেউ হয়তো স্বপ্ন দেখে সিরি আ তে খেলার।অলীক হলেও স্বপ্ন তো স্বপ্নই :') সবশেষে এসি ত্রেন্তোর জন্য রইল শুভকামনা । ফোরজা ত্রেন্তো 18557175_1331207663614728_2955319906016787337_n