• ক্রিকেট

হবে কি দুটি প্রথম রেকর্ড

পোস্টটি ৩১২২ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
রঙিন পোষাকে যতোটা রঙিন আমাদের ক্রিকেটের বর্তমান সফলতা। ঠিক উল্টো টেস্টে।গত কয়েক বছর ধরে বাংলাদেশ এক দিনের খেলায় ঘরের মাঠে বহু সাফল্য পেয়েছে।এমন কি ভারত,আফ্রিকা,পাকিস্তানের মতো ক্রিকেট পরাশত্তিদের কাছ থেকে সিরিজ ছিনিয়ে নিয়েছে সত্যিকারের ক্রিকেট মাঠে প্রয়োগ করেই। সেখানে টেস্টে কবে সিরিজ জিতেছে মনে আছে কারো? হাতে গুনা কয়েক জনের থাকতে পারে যারা একটু বেশী পরে থাকেন ক্রিকেট নিয়ে। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিলো সেই ২০১৪ সালে জিম্বাবোয়েকে ধবল ধোলাই করে। এবার ২০১৮ সালে এসে আরো একটি টেস্ট সিরিজ জয়ের ধার প্রান্তে দাড়িয়ে বাংলাদেশ।তবে সেবার দুর্বল প্রতিপক্ষ হলেও এবারের চিত্রটা ঠিক তার বিপরিত।প্রতিপক্ষ এবার টেস্টের দক্ষিন এশিয়ার আরেক শত্তিশালী দেশ শ্রীলংকা।তবে তাদের স্কোয়াড পূর্বের ন্যায় এবার ততোটা শত্তি সম্পন্ন নয়।আর বাংলাদেশ ইদানিং তথা গতো তিন বছর থেকে টেস্টে ও ঘরের মাঠে দুর্বার ভাবে প্রতিক্ষকে হুংকার দিয়ে যাচ্ছে। এইতো কদিন হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে মিরপুরেই হারিয়ে জানান দিয়েছিলো টেস্ট খেলাটাও এখন তারা ভালো করে রপ্ত করে নিয়েছেন।তবে সে সব জয়ের নায়ক সকিব এবার সিরিজ জয়ের হাত ছানিতে আঙ্গুলের চোটে বাইরে।সে গুলো ভাবার সময় কই, কারন আমারা আশা করতেই পারি অন্য সব বোলার আর ব্যাট্সম্যানরা সাকিবের সে অভাব বোঝতে দেবেনা।বাংলাদেশ যদি লংকানদের বিপক্ষে সিরিজ জিতেই যায় তাহলে প্রথম বারের মতো হবে দুটি অন্যান্য রেকর্ড।প্রথমটা এশিয়ান সিংহদের থেকে টেস্ট ইতিহাসে এই প্রথম টেস্ট সিরিজ জয়।আর দ্বিতীয়টা ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে টেস্ট রেংকিং আট এ উঠে আশা। মিরপুরে বিগত টেস্টের ফলের অভিঙ্গতা থেকে যা বোঝা যায় এই টেস্টে ফল আসবেই যে কোম দলের পক্ষে।আর আমরা চাই সেটা বাংলাদেশের পক্ষেই আসুক।রেকর্ডটা ও হয়ে যাক।