• ক্রীড়াঙ্গনে করোনা
  • " />

     

    করোনা আপডেট : ৪ মাস পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন

    করোনা আপডেট : ৪ মাস পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন    

    বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, এর প্রভাব পড়েছে বিভিন্ন খেলায়। সেসবেরই সারাংশ পাবেন এখানে...।


    চার মাস পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন

    করোনা ভাইরাসের কারণে চার মাস পিছিয়ে গেছে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেন। মূল সূচিতে ২৪ মে থেকে শুরু হয়ে ৭ জুন পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন তা চার মাস পিছিয়ে সেপ্টেম্বরে শুরু হবে। ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবারের আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন।   

     

    ইউরোর পর পিছিয়ে গেল কোপা আমেরিকা
    এ বছরের কোপা আমেরিকাও আর হচ্ছে না। করোনাভাইরাসের কারণে তাই ২০২০ সালে ফুটবলের সবচএয়ে বড় দুইটি আসরই এবার পিছিয়ে গেল। এর কিছুক্ষণ আগে ইউরো ২০২০ পিছিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে ইউয়েফা। কিছুক্ষণের ব্যবধানে এসেছে দুই মহাদেশীয় টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার খবর।

    এ বছরের জুন এর ১২ থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত আর্জেন্টিনা ও কলম্বিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের কোপা। ইউরোর মতো এই টুর্নামেন্টও পিছিয়ে আগামী বছর জুন-জুলাইয়ে আয়োজনের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। কনমিবলের জরুরী সভায় সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার এসেছে এই সিদ্ধান্ত।

     

    এক বছরের জন্য পিছিয়ে গেল ইউরো

    এক বছরের জন্য ইউরো ২০২০ পিছিয়ে গেল। এ বছর জুন ১২ থেকে জুলাইয়ের ১২ পর্যন্ত ইউরোপের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর। করোনাভাইরাসের কবলে ইউরোপে একের পর এক ঘরোয়া লিগ স্থগিত হয়েছে। এ অবস্থায় লিগের বাকি অংশ শেষ করতেই পিছিয়ে দেওয়া হয়েছে ইউরোর আয়োজন। আগামী বছর ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত একই ভেন্যুতে ইউরো আয়োজনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অ্যালেক্স হেলসের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ, 'সেলফ-আইসোলেশন'-এ

    কভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় নিজেকে ‘সেলফ-আইসোলেশন’-এর ভেতর রেখেছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। এর আগে ‘একজন বিদেশী ক্রিকেটারের মাঝে উপসর্গ’ দেখা দেওয়ার পর স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ, পিএসএলের সেমিফাইনাল-ফাইনাল। আগেই পাকিস্তান ত্যাগ করা হেলস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, উপসর্গ থাকলেও এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি তার। আপাতত সরকারের নির্দেশনা মেনে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন তিনি। 

    শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল পিএসএলের প্লে-অফ

    মাঠের বেশির ভাগ খেলাই বন্ধ, এর মধ্যে শুধু চলছিল পাকিস্তান প্রিমিয়ার লিগ। আজ ও কাল সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল পিএসএল প্লে অফও। সব ধরনের আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এই মুহূর্তে তাই বন্ধ।

    বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগসহ স্থগিত দেশের সব খেলা

    সরকারের নির্দেশনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে, বিসিবি, অন্যান্য ফেডারেশনগুলো। 

    করোনা ভাইরাসে মারা গেলেন ২১ বছর বয়সী স্প্যানিশ কোচ

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ বছর বয়সী এক স্প্যানিশ ফুটবল কোচ ফ্রানসিস্কো গার্সিয়া।এতোদিন ইউরোপে করোনার প্রভাব সবচেয়ে বেশি থাকলেও গত কয়েকদিনে স্পেনেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মহাদেশে প্রায় সব ধরনের খেলাধুলাও এখন বন্ধ। করোনায় আক্রান্ত হয়ে ফুটবল সংশ্লিষ্ট কেউ এই প্রথম প্রাণ হারালেন। ​

    মাস্ক পরে মাঠে নেমে ব্রাজিলিয়ান ক্লাবের প্রতিবাদ

    ব্রাজিলের ক্লাব গ্রেমিও খেলা চালিয়ে প্রতিবাদ করেছে মাঠে মাস্ক পরে নেমে। করোনা সংক্রমণের পর বিশ্বের একের পর এক স্পোর্টিং ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। এর পরও ব্রাজিলে খেলা চলেছে ফিক্সচার মেনে। গ্রেমিও ফুটবলাররা তাই বেছে নিয়েছেন নতুন পন্থা। সাও লুইজের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন মুখে মাস্ক পরে।

     ম্যাচের পর ওইদিনই (রবিবার) ব্রাজিলে সবধরনের প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

    স্থগিত বাংলাদেশের পাকিস্তান সফরের শেষ দফা

    করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফরের তৃতীয় দফা, যে দফায় করাচিতে একটি করে ওয়ানডে ও টেস্ট হওয়ার কথা ছিল। পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য। এ দুই ম্যাচের জন্য নতুন সূচি খোঁজা হবে বলেও জানানো হয়েছে। 

    তিন দফায় পাকিস্তান সফরের শেষবার ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল একটি টেস্ট খেলার কথা ছিল দুই দলের। এর মাঝে টেস্টটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। তবে এটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই, একের পর এক স্পোর্টিং ইভেন্ট বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে। এর আগে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর করা ‘কঠিন’। 

    এর আগে প্রথম দফা গিয়ে তিনটি টি-টোয়েন্টির পর দ্বিতীয়বার গিয়ে একটি টেস্ট খেলে এসেছিল বাংলাদেশ। এবার ২৯ মার্চ পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশের। 

    করোনা ভাইরাসের শঙ্কা নিয়েই শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

    বিসিবি বলছে, সরকারের গৃহীত পদক্ষেপ ও মেডিকেল পরামর্শ অনুযায়ীই টুর্নামেন্ট চালাবেন তারা। তবে ক্রিকেটীয় রীতি অনুযায়ী ম্যাচশেষের ‘হ্যান্ডশেক’কে নিরুৎসাহিত করছেন তারা। আর প্রিমিয়ার লিগে ‘দর্শক’দের ক্ষেত্রে প্রবেশাধিকার সীমাবদ্ধ করার বিষয় ‘প্রয়োজন’ পড়বে না তাদের। তবুও ব্যাপারটিকে দেখা হবে 'গুরুত্ব' সহকারে। 

    “বিসিবি থেকে আমাদের কিছু নির্দেশনা আছে সিসিডিএম দলগুলোর প্রতি”, টুর্নামেন্ট শুরুর আগের দিন বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি, “করোনাভাইরাসকে বিবেচনায় রেখে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে ও স্বাস্থ্যগত নির্দেশনা দিচ্ছে- সেগুলো আমরা অনুসরণ করবো। আমরা এরই মধ্যে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেছি এবং আজ একটি টিম মিটিং আছে। বিসিবি থেকে এটা নিশ্চিত করা হবে যদি কোনো খেলোয়াড় বা অফিসিয়াল সামন্যতম অসুস্থ (হন) বা লক্ষণ দেখা যায় তাৎক্ষণিক যেন বিসিবির মেডিক্যাল টিম এবং ক্লাবকে জানায়। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”

    “এর বাইরে হ্যান্ডশেকের যে রীতি আছে…. সেটা কিভাবে কমানো যায়। আমরা যেহেতু অভ্যস্ত হয়ে আছি…সেই বিষয়টি মাথায় রেখে এখন যেটা প্র্যাকটিস হচ্ছে সম্প্রতি, সবদিক বিবেচনা করে আমরা নিরুৎসাহিত করবো হ্যান্ডশেক-এ। এরকম বিষয়গুলো দলগুলোকে দিয়ে দেব, যেন তারা অনুসরণ করে।"


    বন্ধ শেফিল্ড শিল্ড

    শেষ রাউন্ডের আগে স্থগিত করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ড। শনিবার রাতেই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট ভেন্যুতে না যান তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন কোনও কারণে বন্ধ হলো শেফিল্ড শিল্ড। 

    ১৮৯২ সাল থেকে শুরু হওয়া এই লিগ এর আগে বন্ধ ছিল দুবার, প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৫ থেকে ১৯১৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত। ।


    আক্রান্ত আর্জেন্টাইন ডিফেন্ডার পেৎজেলা

    আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান পেৎজেলার শরীরেও এবার বাসা বেঁধেছে করোনা ভাইরাস। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার হয়ে খেলা এই ডিফেন্ডারের দুই সতীর্থ ইতালিয়ান ফরোয়ার্ড প্যাট্রিক কুত্রোনে এবং দুসান ভ্লাহোভিচের করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। শনিবার এই টুইটার পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফিওরেন্টিনা কর্তৃপক্ষ।

    অবশ্য এরপরই নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম থেকে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন পেৎজেলা, “দুই দিন ধরে আমার বিভিন্ন উপসর্গ থাকার পর আমাকে পরীক্ষা করা হয়। তখনই আমার কোভিড-১৯ এর বিষয়ে নিশ্চিত হই। এখন অবশ্য আর কোনও উপসর্গ নেই, তবে আমি বাসায় ক্লাব চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করছি। আশা করি, দ্রুতই এই রোগ থেকে সেরে উঠতে পারব। সবাই নিজেদের এবং কাছের মানুষদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন।” 

    সূচিতে বদল পাকিস্তান সুপার লিগে

    বদলানো হয়েছে পাকিস্তান সুপার লিগ- পিএসএলের সূচি ও ফরম্যাট। আগে প্লে-অফের কথা থাকলেও এখন হবে সরাসরি সেমিফাইনালের পর ফাইনাল। মোট ম্যাচসংখ্যা একটি কমলেও এ টুর্নামেন্টের নির্ধারিত সময়সীমা কমে আসছে ৪ দিন। 

    অবশ্য পিএসএল থেকে নিজ নিজ দেশে চলে যাচ্ছেন কমপক্ষে ১০ জন বিদেশী ক্রিকেটার ও একজন কোচ। ক্রিকেটাররা হলেন- অ্যালেক্স হেলস, রাইলি রুশো, জেমস ভিনস, টম ব্যান্টন, কার্লোস ব্রাথওয়েট, লিয়াম ডসন, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, টাইমার মিলস ও কোচ জেমস ফস্টার। 

    বাহরাইন ও ভিয়েতনামে আপাতত হচ্ছে না ফর্মুলা ওয়ান

    অস্ট্রেলিয়া গ্রাঁ প্রিঁ এর পর স্থগিত করা হয়েছে বাহরাইন ও ভিয়েতনাম সার্কিটের গাঁ প্রিঁ-ও। মার্চের ২০-২২ এবং এপ্রিলের ৩-৫ তারিখে যথাক্রমে হওয়ার কথা ছিল এই দুটি রেস। 

    ফর্মুলা ওয়ান এবং এফআই-এর আশা, ইউরোপের মের শেষদিক থেকে আবারও চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারবেন তারা। তবে সাম্প্রতিক সময়ে ইউরোপে কভিড-১৯ এর দ্রুত ক্রমবর্ধমান হারের কারণে তারা নিয়মিত পর্যালোচনার মধ্যে রাখবেন পরিস্থিতি। 
     

    বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকার বাকি দুই ম্যাচ
     

    প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল, পরের দুই ওয়ানডে হওয়ার কথা ছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। এবার বাতিলই করা হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার বাকি দুই ওয়ানডে। 


    ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত প্রিমিয়ার লিগ

    করোনা ভাইরাসের কারণে ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগ। শুক্রবার প্রিমিয়ার লিগের স্টেকহোল্ডারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ চালু রাখার ঘোষণা দিলেও এক দিনের ব্যবধানেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসল প্রিমিয়ার লিগ। মূলত শুক্রবার আর্সেনাল ম্যানেজার মিকেল আর্টেটা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই লিগ বন্ধের সিদ্ধান্তে পৌঁছেছে তারা।
     

    চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের আগামী সপ্তাহের সব ম্যাচ স্থগিত

    চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের আগামী সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে ইউয়েফা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের বাকি ৪ টি ম্যাচ ১৭ এবং ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গেল। একইভাবে ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের সব ম্যাচও স্থগিত করা হয়েছে। এছাড়া ইউয়েফা ইয়ুথ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও পিছিয়ে গিয়েছে এই সিদ্ধান্তে।

    আগামী ২০ মার্চ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হওয়ার কথা, তবে ম্যাচ স্থগিত হওয়ায় সেটিও স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে। 
     

    শ্রীলঙ্কা সফর বাতিল করলো ইংল্যান্ড

    বিবৃতিতে ইসিবি বলেছে, “কভিড-১৯ এর পরিস্থিতি যেহেতু বিশ্বজুড়ে খারাপ হচ্ছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা আমাদের ক্রিকেটারদের যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ফলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ স্থগিত থাকবে।”  

    এ সফরে গল ও কলম্বোতে দুটি টেস্ট খেলার কথা ছিল ইংল্যান্ডের, একটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল তারা। আরেকটি প্রস্তুতি ম্যাচের মাঝে ছিল তারা। 


    পিছিয়ে গেল আইপিএল

    ১৫ এপ্রিল, ২০২০ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলকে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এটি। তবে সরকারের বিভিন্ন পর্যায় থেকে পরামর্শ পাওয়ার পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহর সঙ্গে আইপিএলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। 

    এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, “বিসিসিআই এর অংশিদার এবং সব মিলিয়ে জনগণকে নিয়ে চিন্তিত এবং সংবেদনশীল। সমর্থক থেকে শুরু আইপিএলের সঙ্গে সম্পর্কিত যারা আছেন, সবার জন্য নিরাপদ এক ক্রিকেট অভিজ্ঞতার জন্য আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিসিসিআই এ ব্যাপারে ভারতের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করবে।” 
     

    দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইও পিছিয়ে গেল
    দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হওয়ার কথা ছিল এ মাসেই। দেশগুলো স্কোয়াডও ঘোষণা করেছিল। তবে করোনার সংক্রমণে একের পর এক যখন স্পোর্টিং ইভেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারাও ফিফার অনুমতি নিয়ে পিছিয়ে দিয়েছে খেলা।

    কনমিবলের অনুরোধের প্রেক্ষিতেই ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে ফিফা জানিয়েছে, “কনমেবলের সাথে আলোচনার পর ফিফা সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো আয়োজিত হওয়ার কথা থাকলেও আপাতত সেগুলো পিছিয়ে যাচ্ছে। তবে ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

    “ফিফা গভীরভাবে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তীতেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে কোনও পরিবর্তন আনার প্রয়োজন হলে ফিফা তখন সিদ্ধান্ত নেবে।”

     

    বাতিল অস্ট্রেলিয়া গ্রাঁ প্রিঁ 


    শুক্রবার সকালে ম্যাকল্যারেনের একজন টিম মেম্বার করোনাভাইরাসে পজিটিভ প্রমাণিত হওয়ার পর বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ। অবশ্য সে সময় সিদ্ধান্ত নেওয়া হলেও অফিশিয়ালি জানানো হয়নি তখনই। তবে এর আগেই ফারারির সেবাস্তিয়ান ভেটেল ও আলফা রোমিওর কিমি রাইক্কোনেন ফিরে গিয়েছিলেন। 

    সূত্রমতে, দলগুলি এবং ড্রাইভাররা ফর্মুলা ওয়ানের কর্তাদের বাধ্য করেছেন এই রেস বাতিল করতে। 

    ১৫ মার্চ মেলোবোর্নে হওয়ার কথা ছিল এই রেস। 
     


    দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওয়ানডে

    স্টিফেন হ্যারল্ড গ্যাসকোইন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত দর্শক, ১৯২০ থেকে ১৯৩০-এর দিকে। ডাকনাম ছিল ‘ইয়াব্বা’। স্কোরকার্ডের সামনে এক সিটে বসে খেলা দেখতেন, মজার সব মন্তব্য করতেন ক্রিকেটারদের উদ্দেশ্যে। ২০০৮ সালে তার একটা মূর্তি স্থাপিত হয় এসসিজিতে। 

    শুক্রবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দর্শকসারিতে গ্যাসকোইন ‘ইয়াব্বা’ই একমাত্র দর্শক। 
     


    আক্রান্ত আর্সেনাল কোচ আর্টেটা

    আর্সেনাল কোচ মিকেল আর্টেটা করোনায় আক্রান্ত হয়েছেন। লন্ডনে বৃহস্পতিবার আর্টেটার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন আর্টেটা। এর পর পুরো আর্সেনাল দল চলে গেছে হোম কোয়ারেন্টিনে। সব মিলিয়ে আর্সেনালের সঙ্গে যুক্ত ১০০ জন আপাতত ১৪ দিনের গৃহবন্দী অবস্থায় থাকবেবলে জানিয়েছেন গার্ডিয়ান।

    ৩৭ বছর বয়সী আর্টেটা এক বিবৃতিতে বলেছেন, "এটা খুবই দুঃখজনক। শরীরের অবস্থা খারাপ হওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। ক্লাব আমাকে যখন অনুমতি দেবে তখন থেকেই আবার কাজে ফিরতে পারব।"

    চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিঁও ম্যাচ স্থগিত

    করোনা ভাইরাসের প্রভাব কেবল বেড়েই চলেছে। এবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচও স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চের, ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস-লিঁও ম্যাচ অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় লেগের বার্সেলোনা-নাপোলি, বায়ার্ন মিউনিখ-চেলসি ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগে জানানো হয়েছিল  বার্সা-নাপোলি ম্যাচ ন্যু ক্যাম্পে হবে ফাঁকা মাঠে। ইউয়েফার পক্ষ থেকে বলা হয়েছে বাকি ম্যাচগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। 
     


    করোনা ভাইরাস নিয়ে মজা করে করোনায় আক্রান্ত এনবিএ খেলোয়াড়

    রোনা ভাইরাস নিয়ে বরাবরই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে করোনা নিয়ে এতো আলোচনার মাঝেই বিষয়টি নিয়ে ‘অদ্ভুত’ গোছের মজা করে বিপদে পড়েছেন এনবিএর খেলোয়াড় রুডি গোবার্ট।

    স্থগিত লা লিগা, রিয়াল মাদ্রিদের ফুটবলাররা গৃহবন্দি

    রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল দলের খেলোয়াড়ের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এরপর ফুটবল দলসহ সবাইকে সতর্কতা হিসেবে ১৫ দিনের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই লা লিগা স্থগিত করে দেওয়ার ঘোষণা এলো।

    মেয়েদের বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত একজন

    মেলবোর্ন ক্রিকেট ক্লাব বিষয়টি নিয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে, “৮ মার্চ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আসা একজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেসের মতে, লো রিস্ক করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে সেই ব্যক্তির। তিনি নর্দার্ন স্ট্যান্ডের লেভেল ২-য়ে এন৪২ সেকশনে বসে খেলা দেখেছেন।”

     


    আক্রান্ত জুভেন্টাসের রুগানি

    রুগানির ব্যাপারটা জুভেন্টাসই জানিয়েছে। সেই সঙ্গে বলেছে, এই কদিনে যারা রুগানির সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে আলাদা করে রাখা হয়েছে। একে একে সবার পরীক্ষা করা হবে। 

    স্থগিত মুজিব বর্ষের দুইটি টি-টোয়েন্টি

    “২১ ও ২২ তারিখ যে খেলাগুলো হচ্ছে সেটা নিয়েও সমস্যা হচ্ছে। সবাই এখানে এসে খেলতে পারবে সেটা নিয়ে কোনো কথা নেই। আবার খেলে যে যেতে পারবে সেই নিশ্চয়তা নেই। অনেকগুলো বাধা আসছে অনেক জায়গা থেকে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি দুটা প্রোগ্রামই ‘রেফার্ড’। সামনে মাসখানেক পরে আমরা সময়মতো পরিস্থিতি বুঝে আমরা আয়োজন করবো। আপাতত স্থগিত।” 

    স্থগিত আর্সেনাল- ম্যান সিটি ম্যাচ, অন্তরীণ আর্সেনাল খেলোয়াড়েরা

    করোনা ভাইরাসের প্রভাব পড়েছে ইউরোপের প্রায় সব বড় লিগে। সিরি আ এর মধ্যেই স্থগিত, লা লিগা-বুন্দেস্লিগায় খেলা হচ্ছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

    দর্শকশূন্য স্টেডিয়ামে বার্সা-নাপোলি ম্যাচ, স্থগিত সিরি আ

    বার্সেলোনার ম্যাচটাও দর্শকশূন্য মাঠে হওয়া ন্যু ক্যাম্পের দর্শকদের জন্য একটা ধাক্কা হয়েই এসেছে। এর আগে রাজনৈতিক ডামাডোলে ২০১৭ সালে লাস পালমাসের সঙ্গে বার্সার একটি ম্যাচ হয়েছিল ফাঁকা গ্যালারির সামনে। তবে এবার পরিস্থিতিটা অন্যরকম।

    একজনের কাছে শুধু একটি টিকিট বিক্রি বিসিবির

    সরকারের তরফ থেকে সাধারণ নাগরিকদের গণজমায়েত থেকে দূরে থাকতে বলা হয়েছে। মূলত এই বিষয়টিকে আমলে নিয়েই এমন সিদ্ধান্ত। 

    বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

    করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে ঘরের মাঠের বাকি ম্যাচগুলো স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছ এই সিদ্ধান্ত। এএফসির বিবৃতিতে বলা হয়েছে মার্চ থেকে জুন পর্যন্ত বিশ্বকাপ ও এশিয়া কাপের যুগ্ম বাছাইপর্বের সবগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবচেনা করে নতুন সময়সূচী নির্ধারণ করা হবে। 

    বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করল ভারত

    ভারত তাদের বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ মার্চ ভুবনেশ্বরে হওয়ার ছিল ম্যাচটি। 

    ফ্রান্সে করোনার হানা, নেইমারদের ম্যাচ স্থগিত

    স্ট্রাসবুর্গের মাঠ স্টাদে ডে লা মেইনোতে শনিবার ম্যাচটি হওয়ার কথা থাকলেও লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয়। মূলত পূর্ব ফ্রান্সের লোয়ার রাইন অঞ্চলে করোনা ভাইরাসের বিস্তারের কারণে স্ট্রাসবুর্গ শহর কর্তৃপক্ষ ‘বাস রাইন’ নিজেদের আশঙ্কার কথা লিগ কর্তৃপক্ষকে জানায়। সেই তথ্যের উপর ভিত্তি করেই ম্যাচ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ ওয়ান।

    স্থগিত জুভেন্টাস-ইন্টার ম্যাচ

    শুরুতে কথা ছিল জুভেন্টাস-ইন্টার মিলানের এ সপ্তাহের ম্যাচটি হবে বদ্ধ দুয়ারে, অর্থাৎ দর্শশুন্য স্টেডিয়াম। তবে সিরি আ সেখান থেকেও সরে আসলো। এ সপ্তাহের ডার্বি ডি ইতালিয়াসহ আরও ৪ টি সিরি আ ম্যাচ স্থগিত করা হয়েছে করোনা আতঙ্কে। ২ মার্চ রাতে হওয়ার কথা ছিল ডার্বি ডি ইতালিয়ার ম্যাচটি।

    'হ্যান্ডশেক'-এ না নিউক্যাসলের

    নিউক্যাসল ম্যানেজার স্টিভ ব্রুস ট্রেনিং গ্রাউন্ডে খেলোয়াড়দের হাত মেলানো নিষিদ্ধের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন, “এখানে হাত মেলানোর একটি প্রথা রয়েছে। সকালে যখন সবার সাথে দেখা হয়, তখন আমরা হ্যান্ডশেক করতাম। তবে ভাইরাসের ফলে আমরা সেটি বন্ধ করেছি। আমরা আশা করি, অবস্থা আর খারাপ হবে না। আমরাও সবার মতো টিভি স্ক্রিনের সামনে বসে এই বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করছি।”